বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী
মইনের সম্পদ বিক্রির টাকা বিদেশে নিতে দেওয়া হবে না
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ যাতে তাঁর বাড়ি ও সম্পদ বিক্রির টাকা দেশের বাইরে নিতে না পারেন, সংশ্লিষ্ট সবার সহায়তায় তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, মইন সেনা আইন লঙ্ঘন করে সেনাবাহিনীকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছিলেন।নিজের লেখা জেল থেকে লেখা বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। গতকাল শুক্রবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও আইন উপদেষ্টা মইনুল হোসেনেরও সমালোচনা করেন। তিনি বলেন, ইয়াজউদ্দিন আহম্মেদ রাষ্ট্রপতি হিসেবে যে শপথ নিয়েছিলেন, তা লঙ্ঘন করেছেন। এ কারণে তাঁর বিচার হওয়া উচিত। ফখরুদ্দীন আহমদ বিদেশি নাগরিক হয়েও প্রধান উপদেষ্টার শপথ নিয়ে দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছেন। ঢাকায় নিজের বাড়ি ও সম্পদ থাকা সত্ত্বেও মইনুল হোসেন বারিধারায় সরকারি জায়গা নিয়েছেন।মহীউদ্দীন খান আলমগীর বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ১৩ বছরের জেল দেওয়া হয়। তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়।প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত, অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক প্রমুখ।