এক লাইনে ৪১!
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসাতালটি নগরের কাজলশাহ এলাকায় অবস্থিত। সরকারি এই হাসপাতাল থেকে নগরের চৌহাট্টা এলাকার দূরত্ব প্রায় এক কিলোমিটার। এই সামান্য দূরত্বের মধ্যে গড়ে উঠেছে ৪১টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। রোগী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিয়মের সুযোগ নিয়ে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রোগী ভর্তি করে প্রচুর টাকা আয় করছে। তবে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে জড়িত পরিচালকেরা জানিয়েছেন, অত্যাধুনিক চিকিৎসাসেবা পাওয়ার কারণেই রোগীরা ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভিড় করছে। দেখা যায়, কাজলশাহ থেকে চৌহাট্টা এলাকায় ৪১টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এগুলো হচ্ছে রেনেসা ডায়াগনস্টিক ইমেজিং, হলি কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার, জালালাবাদ ক্লিনিক, আরোগ্য পলি ক্লিনিক, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার, দি ল্যাবএইড কম্পিউটার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেডিল্যাব কম্পিউটার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব ডি নোভা, জালালাবাদ ডায়াগনস্টিক সেন্টার, এবিসি ডায়াগনস্টিক সেন্টার, দি প্যাথলজি ল্যাব, দি মেডিনোভা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, সিলেট মেট্রোপলিটন ডায়াগনস্টিক সেন্টার, সিটি ডায়াগনস্টিক সেন্টার, আইডিয়াল, মেডি এইড ডায়াগনস্টিক সেন্টার, সিটি পলি ক্লিনিক ও জেনারেল হাসপাতাল, মাদার কেয়ার ক্লিনিক, সেন্ট্রাল হাসপাতাল, রাজু ডায়াগনস্টিক সেন্টার, সিলেট মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক হাসপাতাল, সমকাল ডায়াগনস্টিক সেন্টার, দেশ এক্স-রে অ্যান্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার, দি পদ্মা কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার, মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেড, মেডিকন ডায়াগনস্টিক সেন্টার, পপুলার মেডিকেল সেন্টার, ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, সিলেট মেট্রোপলিটন হাসপাতাল, আল-আমীন ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় ডায়াগনস্টিক সেন্টার, আল কুদ্দুছ ডায়াগনস্টিক সেন্টার, দি সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার, দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, প্লাজমা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল সার্ভিস, স্পেশাল ডায়াগনস্টিক সেন্টার, আলরাইয়ান হাসপাতাল, সিলেট আই সেন্টার, কমফোর্ট মেডিকেল সার্ভিস, মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার, ক্রিসেন্ট ব্লাড ডিস্ট্রিভিউশন সেন্টার, মেসার্স সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার ও মেসার্স সেন্টার ফর মেডিকেল আল্ট্রাসাউন্ড অ্যান্ড ড্রপলার।রোগীদের সঙ্গে আলাপকালে জানা যায়, এক কোটি জনসংখ্যা অধ্যুষিত সিলেটবাসীর জন্য সরকারিভাবে চিকিৎসার প্রধান কেন্দ্র হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে ভর্তি হতে প্রতিদিনই বৃহত্তর সিলেটের বিভিন্ন জেলা-উপজেলা থেকে রোগী আসছে। তবে রোগীর তুলনায় শয্যাসংখ্যা কম থাকায় অনেকেই ভর্তি হতে পারছে না। ফলে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে ভিড় করছে।