তদন্তে তিনটি বিষয় সামনে রেখে এগোচ্ছে পুলিশ

পুলিশের সাবেক কর্মকর্তা ফজলুল করিম হত্যার কারণ সম্পর্কে তাঁর পরিবার ও পুলিশ গতকাল শুক্রবার রাত পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। পুলিশ তদন্তে তিনটি বিষয় সামনে রেখে এগোচ্ছে। এ ঘটনায় আটক তাঁর গাড়িচালক মো. লিটনকে জিজ্ঞাসাবাদ চলছে।রামপুরা থানা সূত্র জানায়, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম হত্যার ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত স্বজনেরা থানায় মামলা করেননি। ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে ফজলুল করিমের মরদেহ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণাদি গ্রামে দাফন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে তিনজন অস্ত্রধারী রাজধানীর রামপুরার ওয়াপদা রোডের তিনতলার বাসায় ঢুকে স্ত্রীকে জিম্মির পর ফজলুল করিমকে গুলি করে হত্যা করে।রামপুরা থানার পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) ঘটনাটি তদন্ত করছে। ডিবির উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর আলম মাতুব্বর গতকাল প্রথম আলোকে বলেন, তিনটি বিষয় সামনে রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। এগুলোর মধ্যে আছে—খুন হওয়ার দু-তিন দিন আগে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে ফজলুল করিমের কথা-কাটাকাটি; সিআইডিতে সহকারী পুলিশ সুপার থাকাকালে গুরুত্বপূর্ণ মামলা তদন্তের পাশাপাশি ডাকাত ধরা; এ ছাড়া তাঁর মেয়ের অভিযোগ অনুযায়ী, গ্রামের জমিজমা নিয়ে বিরোধ।জাহাঙ্গীর আলম বলেন, ফজলুল করিমের গাড়িচালক মো. লিটন প্রত্যক্ষদর্শী। হত্যাকারীদের সম্পর্কে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।ফজলুল করিমের জামাতা আইনজীবী চৌধুরী মকিমউদ্দিন বলেন, পরিবারের সবাই শোকে মুহ্যমান। তাঁর মনে হয় না, গ্রামের বাড়ির সম্পত্তির লোভে হত্যাকাণ্ড ঘটেছে। এ কারণে হত্যাকাণ্ড ঘটলে তাঁর শাশুড়িও আক্রান্ত হতেন। ঘটনাটিকে ডাকাতি বলে বোঝাতে হত্যকারীরা তাঁর শ্বশুরের মুঠোফোন এবং শাশুড়ির গলা থেকে সোনার চেইন ও মুঠোফোন নিয়ে গেছে।মকিমউদ্দিন আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় রাতেই (শুক্রবার) মামলা করা হবে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, সে বিষয়ে তাঁরা কিছু বুঝে উঠতে পারছেন না।অবশ্য বৃহস্পতিবার হত্যাকাণ্ডের পর ফজলুল করিমের একমাত্র মেয়ে ফারজানা করিম সাংবাদিকদের বলেন, গ্রামের বাড়িতে ভাইয়ের ছেলেদের সঙ্গে বিরোধের জের ধরে তাঁর বাবা খুন হয়েছেন। তাঁর মা আফরোজ খান হত্যাকাণ্ড নিয়ে কিছু বলতে চান না নিজের ও মেয়ের প্রাণনাশের আশঙ্কায়।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, তদন্তে বলার মতো কোনো অগ্রগতি নেই।