বছর শেষের কনসার্টে এলআরবি, মাইলস, সোলস ও অর্থহীন

রাজধানীর আর্মি স্টেডিয়ামে ৩০ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ‘নকিয়া লিজেন্ডস রিমেইড’ কনসার্ট। এই অনুষ্ঠানে গান করেছে এলআরবি, মাইলস, সোলস ও অর্থহীন। বড় ব্যান্ডদলগুলোর এটি ছিল ২০১১ সালের শেষ কনসার্ট। তাই কনসার্ট দেখতে হাজার হাজার সংগীতপ্রেমী ৩০ ডিসেম্বর বিকেলে নকিয়ার ‘লিজেন্ডস রিমেইড’ কনসার্টে সমবেত হন। বিকেল সাড়ে পাঁচটায় সোলসের মঞ্চে ওঠার মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। এরপর একে একে মঞ্চে আসে এলআরবি, মাইলস ও অর্থহীন। রাত নয়টা পর্যন্ত একটানা চলে গানের অনুষ্ঠান। সন্ধ্যায় শীত উপেক্ষা করে কনসার্টে আগত সংগীতপ্রেমীদের আনন্দ ও আবেগে ছিল সুতীব্র।সোলস তাদের পরিবেশনা শুরু করে তাদের সুবিখ্যাত ‘এই মুখরিত জীবন’ পরিবেশনার মধ্য দিয়ে। এরপর সোলস একে একে ‘এ এমন পরিচয়’, ‘বন্ধু তোকে মিস করছি ভীষণ’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’, ‘ব্যস্ততা আমাকে দেয় না অবসর’, ‘দেখা হবে বন্ধু’ গানগুলো গায়।মাইলসের শাফিন তাঁর বিখ্যাত ‘চাঁদ তারা’ গান কণ্ঠে নিয়ে মঞ্চে আসেন। তারপর গাইতে থাকেন ‘শেষ ঠিকানা’, ‘দরদিয়া’, ‘হূদয়হীনা’ এবং একের পর এক তাঁর অসাধারণ শ্রোতাপ্রিয় সব গান। এরপর মঞ্চে নিজেদের দারুণ সব সাড়াজাগানো গান নিয়ে হাজির হয় এলআরবি ও অর্থহীন।‘নকিয়া লিজেন্ডস রিমেইড’ কনসার্টে শ্রোতাদের অধিকাংশ ছিলেন নকিয়া অনুরাগী। এ ছাড়া ছিলেন নকিয়া ডুয়েল সিম সেট কিনে টিকিট বিজয়ীরা।নকিয়া বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার রাহাত আহমেদ বলেন, ‘নকিয়া দেশের সংগীত অঙ্গনের সঙ্গে ভালোভাবেই জড়িত। বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড সোলস, অর্থহীন, এলআরবি ও মাইলসের সঙ্গে কাজ করে দেশের তরুণ প্রজন্মের জীবনমানকে আরও সমৃদ্ধ করে তোলার চেষ্টা করছি। লিজেন্ডস রিমেইড কনসার্টের বিশেষত্ব ছিল ব্যান্ডগুলো নিজেদের সবচেয়ে জনপ্রিয় গানগুলো সুর অক্ষুণ্ন রেখে ব্যতিক্রমী যন্ত্রাণুষঙ্গে পরিবেশন করা।’