হৃদরোগ এড়াতে চিকিত্সকদের পরামর্শ

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে হৃদরোগ এড়াতে চিকিত্সকেরা প্রতিটি পরিবারকে কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন। সেগুলো হলো বাড়িতে সিগারেট ও তামাকের ব্যবহার নিষিদ্ধ করা, প্রতিদিন শাকসবজি ও ফলমূল খাওয়া, পরিবারের সদস্যদের খেলাধুলাসহ অন্যান্য শারীরিক পরিশ্রমে উদ্বুদ্ধ করা এবং হৃদরোগের ঝুঁকির মাত্রা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত জনসচেতনতামূলক এক সেমিনারে এ আহ্বান জানানো হয়। দিবসটি উপলক্ষে সকালে র্যালি ও শোভাযাত্রা বের হয়। বিনা মূল্যে হূদযন্ত্র পরীক্ষার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি চৌধুরী এটি এম মাসুদ।