‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ বুধবার বেলা একটায় প্রকাশ করা হয়েছে। ১২ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট এক হাজার ৫৯৩টি আসনের বিপরীতে ৬২ হাজার ১৬৩ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ২০ হাজার ৮৮৭ জন। এ ছাড়া ৪১ জনের ফল স্থগিত ও দুজনের ফল বাতিল করা হয়েছে।পরীক্ষার ফল ‘ক’ ইউনিটের ওয়েবসাইট () থেকে জানা যাবে। এ ছাড়া মোবাইল ফোন থেকে DU স্পেস KA স্পেস RollNo লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস করে ফল জানা যাবে। ফল নিয়ে কোনো আপত্তি থাকলে ২৩ অক্টোবরের মধ্যে তা ডিন অফিসে জানাতে বলা হয়েছে। এই সময়ের মধ্যেই কোটার ভর্তি-ইচ্ছুকদের ফরম পূরণ করতে হবে। ফলাফল অনুযায়ী, ১ থেকে ১০ হাজারের মধ্যে মেধা তালিকায় থাকা ভর্তি-ইচ্ছুকদের ২১ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে এসআই ফরম পূরণ করতে হবে। ১৯ অক্টোবর ‘খ’ ইউনিট (মানবিক), ২৩ নভেম্বর ‘গ’ ইউনিট (ব্যবসায় শিক্ষা), ৯ নভেম্বর ‘ঘ’ ইউনিট (বিভাগ পরিবর্তন) ও ১৬ নভেম্বর ‘চ’ ইউনিটের (চারুকলা) ভর্তি পরীক্ষা নেওয়া হবে।