গল্প বৈদেশী

জি এইচ হাবীবের বই গল্প বৈদেশী। পৃথিবীখ্যাত সাহিত্যিকদের সব জনপ্রিয় গল্প স্থান পেয়েছে বইটিতে। অনূদিত গল্পগুলো ইংরেজি, হিস্পানি, চেক, আরবি, লাতিন ও রুশ ভাষার হলেও অনুবাদক গল্পগুলো অনুবাদ করেছেন ইংরেজি থেকে। বইটিতে বাস্তবধর্মী গল্প যেমন আছে, তেমনি আছে রম্য, শ্লেষাত্মক, বিজ্ঞান কল্পকাহিনি এমনকি লোকগাথা ও ফ্যান্টাসিমূলক কাহিনি৷ ঝরঝরে গদ্যে এই অনুবাদগুলো পাঠকের সঙ্গে পরিচিত করাবে এক নতুন জগৎ এবং তার অনবদ্য সব চরিত্রের। মোট ১৩টি গল্প রয়েছে এখানে। আর গল্পকারদের মধ্যে আছেন আমোস তুতুওলা, এর্নান্দো তেইয়েস, জাকারিয়া তামের, মিলান কুন্দেরা প্রমুখ।

জি এইচ হাবীব
প্রকাশক: বাতিঘর, চট্টগ্রাম
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০১৯
দাম: ২৬৭ টাকা।