বালি-ঘড়ি উল্টে যেতে থাকে

সম্প্রতি প্রকাশিত হয়েছে গুলতেকিন খানের কবিতার বই বালি-ঘড়ি উল্টে যেতে থাকে। নিজস্ব ভঙ্গি-ভাষায় এ বইটি কবির যাপিত জীবনের অনিন্দ্য সুন্দর সব মুহূর্তকে উপস্থিত করেছে। পাশাপাশি সমাজের যাবতীয় অস্থিরতা, অন্যায্যতা, বৈষম্য আর অসংগতিগুলোকেও তিনি ফুটিয়ে তুলেছেন দারুণ দক্ষতায়। কবিতাগুলোতে সারল্যের সঙ্গে মিশেছে সহজিয়া দর্শন। এই বইয়ে বাস্তবের মাটিতে পা রেখেই তিনি কল্পনাকে বিস্তার করেছেন। কবিতাগুলো পাঁচটি পর্বে বিভক্ত। পর্বগুলো কবির ব্যক্তিজীবনের সঙ্গে রাষ্ট্র আর সমাজের মিথস্ক্রিয়াকে অনুভবগ্রাহ্য ভাষায় তুলে ধরতে চেয়েছে। বইটি পাঠকদের ভালো লাগবে।

গুলতেকিন খান
প্রকাশক: তাম্রলিপি, ঢাকা
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০১৯
দাম: ১৩৫ টাকা।