জনপ্রিয়তার কারণে ভাস্কর্য অপসারণ

নর্থ ইয়র্ক মুরস এলাকায় সিন হেনরির সেই ভাস্কর্য। ছবি: সংগৃহীত
নর্থ ইয়র্ক মুরস এলাকায় সিন হেনরির সেই ভাস্কর্য। ছবি: সংগৃহীত

একজন ক্লান্ত পথিক কোলের ওপর তার ভ্রমণ-ব্যাগ নিয়ে বসে আছে একটি তিন পা-ওয়ালা টুলে। ২০১৬ সালে ব্রোঞ্জ দিয়ে এমন একটি ভাস্কর্য তৈরি করেছিলেন বিলেতি ভাস্কর সিন হেনরি। তিন মিটার উচ্চতাবিশিষ্ট ভাস্কর্যটি সে বছরই স্থাপন করা হয় যুক্তরাজ্যের নর্থ ইয়র্ক মুরস এলাকায়। কিন্তু সম্প্রতি ভাস্কর্যটি সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে নর্থ ইয়র্ক মুরসের স্থানীয় প্রশাসন। কারণ হিসেবে বলছে, ‘ভাস্কর্যটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।’

‘ভাস্কর্যটি এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে প্রতিদিন সেখানে শত শত পর্যটক আসেন। কিন্তু এত মানুষ এবং গাড়ি পার্কিংয়ের জায়গা নেই এখানে। তাই ভাস্কর্যটি সরিয়ে পার্শ্ববর্তী অ্যাওয়েক ফিল্ডে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’ বলছে নর্থ ইয়র্ক মুরস কর্তৃপক্ষ। সূত্র: ইনডিপেনডেন্ট

গ্রন্থনা: মারুফ ইসলাম