প্রণয়ের পদাবলি

> আজ বসন্ত, আজ ভালোবাসা দিবস।
ফাল্গুনের মাতাল পৃথিবীকে সদ্য লেখা প্রণয়ের পদাবলি দিয়ে আরও উন্মাতাল করেছেন জনপ্রিয় এই কবি...

সাপ

ভালোবাসাও দুমুখো সাপ,
বাসলে কাটে
না বাসলে বিষকাঁটা হয়ে
মন–মগজে–দুপায়ে ফোটে,
বেলাজ ব্যথা মহানন্দে
সারা জীবন হাঁটে!

ভোরের রমণী

রাধা রাত শেষ
আলুথালু কেশ
বাসি চোখ–মুখ
খোলা চারু বুক
সুখ সুখ সুখ!

দাগ

আসব বলে আমি এত দিন কখনো আসিনি। 

টোল

সালমা ও বিপাশার দুগালের টোল
জলেতে কচুরিপানা, ডাঙায় বকুল
ভুল ফুলদানি চারু ভুল দুই ফুল!

ব্রেকআপ

সন্ধ্যা নামছে গাঢ় সন্দেহের মতো!