সারাংশ

মরণ হয়েছে আজ, ঘুমের ভেতর...নিশ্চল নিশ্চুপ,
বিপদসংকেত তোয়াক্কা না করা বেপরোয়া জেলে
যেমন পায় না খবর জলোচ্ছ্বাসের, তেমনি পৃথিবীও
জানল না পেল না টের, যাচ্ছি, ধীর মন্থর পায়ে...
গন্তব্য না জেনেবুঝে, নক্ষত্রমোহনায়
বুকের মলাটে এক ছিল উত্তাল সমুদ্র
সেখানেও উঠত ঝড়, ছিন্নভিন্ন মলাটখানি
ঠিক সয়েবয়ে নিত তাণ্ডব, জলজ আর্দ্র....

আদিগন্ত মাঠ ছিল এক, জানো!
কংক্রিটের আধিপত্য পেরেক ঠুকেছে রোজ
দুঃখেরা সব জোট বেঁধেছে অনন্ত মেঘেরি দল
আকাশজুড়ে চিল–শকুনের ওড়াউড়ি...
এই সব স্বপ্ন, আজন্ম জমিয়ে তোলা ভার
শূন্যে ছুড়ে দিয়ে, গুঁজে ঘাড়
যাচ্ছি, ধীর পায়ে পায়ে হায়
না জেনেবুঝে তাকে, নক্ষত্রমোহনায়।