বলদ

নিচের ছবিটি থিয়েটার আরামবাগের বলদ নাটকের। নাটকটির গল্পকার মুহম্মদ জাফর ইকবাল, নাট্যরূপ দিয়েছেন গাজী রাকায়েত। নির্দেশনায় খ ম হারুন। নাটকটির ছবিতে মুনিরা ইউসুফ মেমী ও রহমতুল্লা তুহিন। এখানে মেমীর চরিত্রের নাম কুসুম আর তুহিন মেমীর ছোট ভাই। নাটকটির ছবির দৃশ্যের কথা বলতে গিয়ে মেমী বলেন, ‘মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। চারদিকে উত্তপ্ত। আমাদের গ্রামে পাকিস্তানি সেনারা এসে ক্যাম্প করেছে। গ্রামের কিছু আলবদর রাজাকার সেনাদের সঙ্গে যোগ দিয়েছে। আমরা গ্রামে মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছি।’ তিনি নাটকটি নিয়ে বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে একটা সময় রাজাকার আলবদরদের সহায়তায় আমার ছোট ভাই ও বাবাকে সেনারা মেরে ফেলে। আমার ইজ্জত ছিনিয়ে নেয়। নাটকটি প্রথম মঞ্চে আসার সময়ের কথা বলতে গিয়ে মেমী বলেন, নাটকটি প্রথম মঞ্চে আসে ২০০২ সালে। আমি তখন নাট্যজনে কাজ করতাম। পরে থিয়েটার আরামবাগে যোগ দিই। যোগ দেওয়ার বেশ কিছুদিন পর এই নাটকে কাজ শুরু করি। আগে চরিত্রটি মনি নামে একটা মেয়ে করত। নাটকটি মঞ্চে আসার আগে পুরো মহড়াই হয়েছে নাটক সরণির আমাদের নিজস্ব থিয়েটার কার্যালয়ে। বলদ নাটকটি নিয়ে আমরা কলকাতাতেও গিয়েছি।মুনিরা ইউসুফ মেমী আরও জানান, নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২২ অক্টোবর ২০০২ সালে। উদ্বোধনী মঞ্চায়ন হয় মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। এ পর্যন্ত নাটকটির প্রায় ৪৭টি প্রদর্শনী হয়েছে। বর্তমান নাটকটির নিয়মিত মঞ্চায়ন না হলেও বিশেষ বিশেষ দিনে নাটকটির প্রদর্শনী হয়।