পরি-ত্রাণ

পাকা রাস্তাটা আচমকা যেখানটায় শেষ হয়েছে, তার ডানদিকেই সরু কাঁচা পথ। কিছুক্ষণ হাঁটলেই একটা বাড়ি সামনে এসে দাঁড়ায়। প্রায় রাতে বাসায় ফেরার আগে মিলির সঙ্গে ঘণ্টাখানেক সময় কাটায় বরকত হোসেন। ব্যবসায়ী হিসেবে মাল মজুত রাখার পাশাপাশি এ রকম আরও ফিকির আছে তার। আনন্দের সংসারে বউটা বাড়তি।

মিলি বলে, ‘আজ এত দেরি?’
‘বড় একটা কাম করছি...’।
মাঝপথে থেমে যায় সে, ফাঁস করা উচিত হবে না। এমপির লোকজনের সঙ্গে মিলে গোপনে কয়েক ট্রাক চাল বিক্রি করবে তারা।

মিলির আদর উপভোগ করার সময়ই কিনা বেজে ওঠে বেরসিক ফোনটা।
আপাতত চাল বিক্রি হচ্ছে না। উল্টো এমপি সাহেব তার সব চাল ন্যায্যমূল্যে কিনে নেবেন। মিলির ওপর উত্তপ্ত শরীর তার নেতিয়ে পড়ে।

[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন। প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক….।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]