হ্যাপি কাপল

স্বামী-স্ত্রী দুজন হরিহর আত্মা। ঘরের দেয়াল থেকে ফেসবুকের দেয়াল—সব জায়গাতেই ‘হ্যাপি কাপল’-এর অসংখ্য ছবি ঝোলানো।
স্বামীর শখ পাখি পোষা। আর স্ত্রী পোষেন বিড়াল।
সন্তানহীন এই দম্পতি সন্তানসম স্নেহ করেন তাদের পোষ্য কে।
স্বামী সারা দিন ব্যবসা সামলে ক্লান্ত হয়ে ঘরে ফিরেও গল্পে মাতেন তার পাখির সঙ্গে অক্লান্ত সময়ের জন্য।
আর স্ত্রী অফিস শেষে ঘরে ফিরে ক্লিনজিং তুলোয় ভিজিয়ে মেকআপ তুলেই দুধের বাটি ধরেন তার বিড়ালের সামনে।

এরপর অজস্র সময় দুজন পোষ্যদের সঙ্গে কাটিয়ে একই বিছানায় দুদিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়েন।
এই রুটিনের ব্যত্যয় ঘটে সেদিন, যেদিন ভালোবেসে স্ত্রীর জন্য স্বামীর বানিয়ে দেওয়া কোল্ড চকলেট মিল্ক খেয়ে বিড়ালটি মারা যায়।
তার দুদিন পর স্বামীর পোষা পাখিটিকে খাঁচায় পাওয়া যায় ঘাড় মটকানো অবস্থায়।

[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন। প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব, এটা আপনারা অন্য আলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি-পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক…।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]