তুলট মেঘ

আমার শ্রীলঙ্কান বন্ধু প্রতিদিন তার শহর কলম্বোর উত্তর–পশ্চিম উপকূলের ছোট্ট নেগোম্বোর আকাশে ভেসে বেড়ানো তুলট মেঘের অনুপল ছবি পাঠিয়ে আসছে। কখনো বাদ যায় না।

প্রায় প্রতিটি সকাল কিংবা রাতে ডি সিলভা পাঠায় কিছু না কিছু; তার পাঠানো উড়ো চিঠিগুলোর মাঝে সবচেয়ে বেশি লেখা থাকে—হেই রানি। গুড মর্নিং। গুড নাইট। হাউ আর য়্যু?
এই তিন বাক্য দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মিলিয়ে খুঁটে খুঁটে উলটে–পালটে গত দুই বছরের আলাপ চলছে আমাদের হোয়াটসঅ্যাপে, ফেসবুকে।
আমিও একই বাক্য সাজিয়ে পাঠাই তাকে মেয়েলি ঢং জড়িয়ে; শুধু যোগ করি—থ্যাংকস ডিয়ার সিলভস, টেক কেয়ার ডার্লিং, সি য়্যু সুন।

মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে আর ডি সিলভার মেঘবার্তা আসে না।

খবর: শ্রীলঙ্কায় করোনাভাইরাসে আক্রান্ত ১৬৬ জন, মারা গেছেন ৫ জন।

নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটি গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected]