কোয়ারেন্টিন

অমির মন-মেজাজ দুটোই খারাপ। সবাই যার যার ঘরে। একসঙ্গে হওয়াটাও নিষেধ। অমি ছোট মেয়েকে খুদে বার্তা পাঠায়। 

‘রাত ১২টায় তোমার মায়ের জন্মদিন। ফুডপান্ডায় একটা কেকের অর্ডার দাও।’
‘আচ্ছা বাবা।’
বড় মেয়েকেও পাঠায়, ‘১২টায় তুমি গিটারে হ্যাপি বার্থ ডে গানটা করবে।’
‘আচ্ছা বাবা।’
এ বাড়ির প্রতিটি মানুষের জন্মদিনটি হয় বেশ চমকপ্রদ এবং আনন্দঘন। কিন্তু সেই পরিস্থিতি এখন নেই।
সবাই আছে কোয়ারেন্টিনে।
রাত ১১টা ৫৮। ডাইনিং টেবিলে কেক রাখা।
প্রচ্ছদ মায়ের বেডরুমে উঁকি দেয়।
‘মাম্মা আসো।’
মুন্না একাই কেক কাটে।
‘হ্যাপি বার্থডে টু ইউ’ প্রেরণা গেয়ে ওঠে। দূরে দাঁড়িয়ে প্রতীক্ষাও কণ্ঠ মেলায়। অমিও।
নিজের স্ত্রীকে একটা হাগ করবে, সেটাও সম্ভব হচ্ছে না।

[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]