পুনর্জন্মের গল্প : মহসিন রাহুল

মারিতে ধ্বংসের দুই শতাব্দী পরের একটা দ্বীপদেশ। তখন দুপুর।

বিশাল জঙ্গলের মধ্যে উঁচু উঁচু গাছ। ধুন্ধুমার বহু দৃশ্য ও আওয়াজ চারপাশে। মানুষ নেই।
একটা পেয়ারাগাছের ডালে গিরগিটি প্রেমের সূচনা করছে। তার মাথার দিকটা লাল হয়ে উঠেছে। মেয়ে গিরগিটিটা, পাতার আড়ালে সম্ভবত। কিন্তু কোথায়?
ছায়া হেলে পড়েছে আশপাশের গাছগুলোর, তখনই ঘটনাটা ঘটল আবার:

আসমান থেকে হঠাৎ ছিটকে এসে পড়ল একজন পুরুষ। দ্বীপের অন্য প্রান্তে , একইভাবে একজন নারী ঊর্ধ্বাকাশ থেকে পতিত হলো।
এখানেই শেষ না।
বায়ুমণ্ডলে এখনো আরেকজন অপেক্ষায় আছে, সে-ও নামবে একটু পরে। তার হাতে থাকবে সবার জন্য আধ-খাওয়া আপেল এবং কিছু ধুতুরার বীজ।


নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected]