মারজুক রাসেলের কবিতা

প্যারাডাইম শিফট

ভাত খাওয়ার জন্যই আগুন, কাগজ, ব্লেড খাওয়ার খেলা।

'ভাত, চলো ছোবল খাই,
পেটের নগদ নীল নামাই।'
'ওই নীল সিঁড়ি দিয়া নামবে না,
ওই নীল লিফট ছাড়া নামবে না!'
'তাইলে চলো আমরাই লাফ দিয়া নামি...'
                                                  ধপাস!


বিডি কলোনি
আমাদের সূর্য সন্ধ্যায় ওঠে―
নকলের নকলরে নকল কইরা
            পরীক্ষা দেয়, টাইনাটুইনা পাস করে,
অকর্মা থাকে, পিরিত ধরাইতে গিয়া ছ্যাঁক খায়,
নেশাপানি করে, চাকরি হাতায়―ধরে, বিয়া করে,
বাচ্চা বানায়, গুল লয়, চিল্লা দেয়...ডুইবা যায়।


বালিশ নিক্ষেপ
তোমার মাইয়া তোমার কাছ থিকা আমার চোখ কাইড়া নিয়া
যারে যারে দেখাইতেছে,
তারে তারে আমি প্রথমে ছবিতে,
পরে ফিল্মে, পরে বাস্তবে দেখছিলাম, ওর বয়সেই।...
ওর কাছ থিকা কেউ কাইড়া নেওয়ার আগে ফেরত দিয়া যাইতে কইও―
                                 আমি বেশি দিন অন্ধ থাকতে পারি না।
তুমি যার কাছ থিকা কাইড়া নিছিলা
সে আরেকজনের কাছ থিকা কাইড়া আনছিল;
সে যার কাছ থিকা কাইড়া নিছিল, তারে আমি সাইধা দিছিলাম।


বাংলা চতুষ্পদী 
চেয়ার কোনো দিনও বসতে পারে না―
এইটা প্রথম জেনে থাকবে ঘোড়া!
টকবক টকবক টকবক টকবক...হ্রেষা―
        ঘাসের সাথে হালাল মেলামেশা;
মেলামেশায় জন্ম পায় ফড়িং―
'ফড়িং কখনোই অ্যাকসিডেন্ট করে না'―উড়োজাহাজও মানে।
বাতাস ছাড়া লাটাইও উড়তে শেখায় না।

 অন্য আলো অনলাইনে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]