কালো মানুষের শ্বাস নেওয়ার আকুতি

>গেল ২৫ মে সাদা পুলিশ সদস্যের হাতে নির্মমভাবে খুন হলেন কালো মানুষ জর্জ ফ্লয়েড। এরপর বর্ণবাদের বিরুদ্ধে আবারও প্রতিবাদে উত্তাল হয়েছে আমেরিকা। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা এই বর্ণবাদী আচরণ সম্পর্কে কী বলেছেন নোবেলজয়ী কথাসাহিত্যিক টনি মরিসন?
দেয়ালচিত্রে জর্জ ফ্লয়েড
দেয়ালচিত্রে জর্জ ফ্লয়েড

প্রথম কৃষ্ণাঙ্গ নারী নোবেল বিজয়ী সাহিত্যিক টনি মরিসনকে জিজ্ঞেস করা হয়েছিল 'কালো নারী লেখকে'র তকমাটা তাঁকে কোনোভাবে সীমাবদ্ধ করে কি না। মরিসন জবাব দিয়েছিলেন, 'পুরুষ ফরাসি লেখক' বলে কি কাউকে সীমাবদ্ধ করে ফেলা যায়? তা যায় না, কিন্তু করা উচিত ছিল। 'কালো নারী লেখক' অভিধাটি লেখকের পরিসরকে ছোট করবে না—এমন ভান না করে বরং একেই একটি বিশেষ শিরোপা হিসেবে গ্রহণ করার পক্ষপাতি তিনি। মিশ্র সংস্কৃতির স্কুল-কলেজে সাদা, কালো, খয়েরি, বাদামি সব রঙের শিক্ষার্থীদের সঙ্গে বসে লেখাপড়া করা মরিসন কম বয়সে বুঝতে পারেননি বর্ণবাদের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কী। ওহাইয়ো থেকে ক্যালিফোর্নিয়া এসে বাসের গায়ে 'কালার্ড ওনলি' সাইন দেখে তাঁর মনে হয়েছে, ব্যাপারটা অযৌক্তিক, বুঝেছেন দুনিয়াটা ঠিক সে রকম নয়, যেমনটা তিনি ভেবেছিলেন।