ওমর কায়সারের কবিতা

কালো কবিতার জন্ম

কালো এক কবিতার জন্ম হোক।

কালো পানকৌড়ির রক্তের উষ্ণতায়
জর্জ ফ্লয়েডের নিশ্বাসের ওম থেকে
এবার ভূমিষ্ঠ হোক ঘন-কালো কবিতার শিশু।

অজাত কবিতা
তোমাকে ডাকছে সাভান্নার ঘাসবন,
বনভূমি, জিরাফের পাল, জলের প্রপাত
সাহারার কান্নাভেজা বালু।

মেনিয়াপোলিসের হাওয়ার প্রতিকূলে
তুমি বেড়ে ওঠো।
পাতার জমিনজুড়ে মেঘ-বর্ণ অক্ষরের সারি
হেঁটে যাও এশিয়ায়, আফ্রিকায়, ওশেনিয়া, ইউরোপে
পৃথিবীর সকল সীমান্তে।

আমাদের নিশ্বাস না নিতে পারা
আমাদের দম বন্ধ হয়ে আসা
আমাদের ঘাড়ে চেপে ধরা
মূলত একটি কবিতার প্রাক্-জন্মে প্রসব বেদনা।

কংসের পৃথিবীজুড়ে অন্য মহাকাব্য
অঙ্কুরিত দেখ
নব্য এক শ্রীকৃষ্ণের বিপুল উত্থানে।

অন্য আলো অনলাইনে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]