জুয়েল মাজহারের কবিতা

এ বিয়োগচিহ্নের ভার

ঝুলছে ভেরেণ্ডা আর ডাল হতে লতা হতে
ডাঁশা-পাকা কাউয়ালুলি ঝোলে কত লাল!

শটিবনে রং নয়, শটিবনে দ্যাখো দ্যাখো
আজগুবি কত কত আগুনে খোয়াব

আবছায়া ছমছম জঙ্গল-জাঙ্গাল ফাঁকা ধু ধু মাঠ
তারাভরা আকাশের কালো কালো রাত

ছাইগোলা জলে নেমে নিতুই সাঁতারে ভাসে একা গোরা চাঁদ

২.

নীল পরি, লাল পরি প্রেতযোনি ডাইনিরা মিলে
দেবতা ও পিশাচের রতির দরদ ফেলে মুছে...
লাশ আসে লাশ আসে লাশ আসে লাশ

ধলাবাবু কালাবাবু বড়বাবু ছোটবাবু—সবে
সব কাজ, সবকিছু সব ফেলে-থুয়ে
মধুবাবু রাঙাবাবু কাত হয়ে, চিত হয়ে
আঁধারের খাটিয়ায় মৌতাতে শুয়ে

আঁধারের অফুরান জাফরান-আঁচে
চিতা নয় চিতা নয়
কাঠের বিবাহ জ্বলে ওঠে... 

৩.

খোলো বাবু টালি খাতা; রাখো বাবু সঠিক হিসাব
আর কত পোড়া দেহ, আর কত পোড়া নাভি-হাড়? 

মহামায়া কোল হতে ঝরে পড়ে কার শিশু কার!
আর কত আর কত পোড়া চর্বি, ক্ষার!

৪.

খোলো বাবু টালি খাতা
রাখো বাবু সঠিক হিসাব 

এসো বাবু ত্বরা করে
এ বিয়োগচিহ্নের ভার 

রাখো ধীরে সযতনে
এই ভব-শ্মশানশয্যায়!

অন্য আলোতে লেখা পাঠানোর ঠিকানা: info@onnoalo. com