গুলতেকিন খানের কবিতা

তাদের দৃশ্য শেষ

পেছনে ছোটার আগে ভেবে দ্যাখো

সে কেন হাঁটল বিপরীতে

কেন সে পর্দা হলো অন্য জানালায়

রং-তুলি হাতে ছিল তবু

সাদা ক্যানভাস হলো কেন?

যারা ফেলে গেল পথে

ভরুক তাদের চোখ ফলে, ফুলে;

তারা কেন নিয়তি সাজাবে বারবার?

জীবন মহড়া নয়।

এখানে পর্দা ওঠে একবার।

একবারই শেষ ঘণ্টা বাজে।

তুমি শুধু একবারই মঞ্চে হেঁটে যাও।

যারা ছেড়ে গেছে আমাদের,

তাদের দৃশ্য শেষ।

নাটকের মোড় ঘুরে গেছে।