জখমের ব্যথা

‘ভায়োলেশন’,শিল্পী: কিংশুক দাশ চৌধুরী

‘সহিংসতা ও লঙ্ঘন’ শিরোনামে কিংশুক দাশ চৌধুরীর প্রদর্শনী চলছে লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে। মোস্তফা জামানের কিউরেশনে প্রদর্শনীটি আলাদা গুরুত্ব পেয়েছে। শিল্পীর ভাষা পরিণত, নিরীক্ষার প্রবণতা আছে, বিষয়ও অনুরূপ। তাঁর প্রধান শক্তি রেখা।

কিংশুক আপাতনির্বাসিত জীবনে আছেন। প্রাত্যহিক জীবনে ছড়িয়ে থাকা সহিংসতা তাঁর শিল্পের অনুষঙ্গ। তার প্রকাশও সাবলীল। সংঘাতের পারিবারিক চেহারায় তাঁর যৌন সহিংসতার উপস্থাপনে আলাদা মাত্রা আছে। ছবির তীব্রতা যন্ত্রণাকে দগদগে চেহারায় উপস্থাপন করে। তাঁর ছবি সুখানুভূতির পরিবর্তে জখমের ব্যথা সঞ্চার করে।

পরিচিত করণ-কৌশলকে চমকপ্রদভাবে ব্যবহার করার ক্ষেত্রে কিংশুকের মুনশিয়ানা আছে। মোমছাপ পদ্ধতিটি তিনি এমনভাবে ব্যবহার করেছেন যে দেখে মনে হবে পেপার লিথোগ্রাফ।

প্রদর্শনীতে ফ্রেমে বাঁধাই কাজের পাশাপাশি আছে দুটি স্থাপনা।

১২ মে শেষ হয়েছে কিংশুকের অষ্টম এই একক প্রদর্শনী।