বইয়ের দুনিয়া

মুসলিম শান্তিবাদী। ব্রিটিশ গুপ্তচর। জাতীয় বীর: নূর ইনায়াত খান

গ্যাবি হ্যালবার্স্টাম

অনুবাদ: রওশন জামিল

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: অক্টোবর ২০২১

২২০ টাকা।

নূর ইনায়াত খান ছিলেন ভারতীয় মুসলমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের হয়ে গোপন বার্তা প্রেরক হিসেবে নাৎসি অবরুদ্ধ ফ্রান্সে পাঠানো হয়েছিল তাঁকে। সেখানে অন্য সহকর্মীদের সঙ্গে প্রাথমিকভাবে ভালো সময় কাটলেও, কিছুদিন পরেই তাঁরা ভয়াবহ সময়ের মুখোমুখি হন। তাঁর সহকর্মীরা বেশির ভাগই নাৎসি বাহিনীর হাতে গ্রেপ্তার হন। নূর তখন বিভিন্ন ছদ্মবেশে চলাফেরা শুরু করেন এবং ইংল্যান্ডে বার্তা পাঠান। তাঁর সাহসিকতার কারণে ব্রিটিশরা এমন কিছু তথ্য পেয়ে যান, যা তাদের পরে খুবই কাজে লেগেছিল। এ বইয়ের পাতায় পাতায় সেই দুঃসাহসিক সত্য অভিযানের কথাই তুলে ধরেছেন লেখক।

অচেনা হাসান আজিজুল হক

রঞ্জিত চট্টোপাধ্যায়

প্রকাশক: ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা

প্রকাশকাল: মার্চ ২০২১

দাম: ২০০ টাকা।

হাসান আজিজুল হক বাংলা ভাষাসাহিত্যের এক কিংবদন্তী কথাকার। কেমন ছিল তাঁর কৈশোরজীবন? কেমন করেই–বা কেটেছিল তাঁর গ্রামের স্কুলজীবনের মিষ্টিমধুর দিনগুলো? এই বইয়ের লেখক তাঁর স্কুলজীবনের সতীর্থ। আবাল্য তাঁকে খুব কাছ থেকে দেখেছেন। সেই সূত্রেই এখানে তুলে এনেছেন অচেনা এক হাসান আজিজুল হককে। পাশাপাশি তাঁর জীবনের সঙ্গে তাঁর সাহিত্যকে মেলানোর প্রয়াসও এতে দেখা যায়।