গাণিতিক উপায়ে সব সমস্যার সমাধান দেয় যে বই
পৃথিবীর সবকিছুর মধ্যেই রয়েছে গণিত। গণিতকে আপনি ছেড়ে যেতে চাইলেও গণিত আপনাকে ছাড়বে না। কিন্তু দেখা যায়, স্কুল-কলেজের প্রায় সব ছেলেমেয়েই বিষয়টাকে ভয় পায়। তবে এমন একটি বই আছে, যেটি পড়লে আপনি হয়তো গণিতবিশেষজ্ঞ হবেন না, কিন্তু গণিতের প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে কয়েক গুণ।
বইটির লেখক ব্রাজিলের মালবা তাহান। তাঁর সম্পর্কে দ্য আলকেমিস্টখ্যাত পাওলো কোয়েলহো বলেছেন, ‘আ গ্রেট স্টোরিটেলার। আমার পরিবারকে তাঁর সব বই কিনতে বলেছিলাম।’ এরপর তিনি আরও বলেছেন, ‘ওহ মাই গড, তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। আমার ইচ্ছা, তাঁর সঙ্গে একদিন দেখা করব।’ কোয়েলো ভেবেছিলেন, মালবা তাহান আরবের মানুষ। বস্তুত কোয়েলোর মা-বাবাই তাঁকে জানিয়েছিলেন, এ লেখকের বাড়ি তাঁদের বাড়ির কাছেই। তাই তিনি একদিন তাঁর সঙ্গে দেখা করতে যান। কিন্তু তিনি তাঁর বইয়ে অটোগ্রাফ চাওয়ার সাহস পাননি। কোয়েলহোকে আরব সংস্কৃতি সম্পর্কে ধারণা দেন মালবা তাহান।
মজার ব্যাপার হলো, এই লেখক পর্তুগাল ও আর্জেন্টিনা ছাড়া অন্য কোনো দেশে ভ্রমণ করেননি। অথচ তিনি শতাধিক বই লিখেছেন, যেগুলোর অর্ধেকই গণিত নিয়ে এবং এর বেশির ভাগই মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে।
গণিতের এই অধ্যাপকের যে বইটি দুনিয়াব্যাপী আলোচিত সেটি হলো দ্য ম্যান হু কাউন্টেট। বইটি প্রকাশের পর তা সর্বোচ্চ বিক্রির তকমা পায়।
তেরো শতকের আবহে লেখা হয়েছে দ্য ম্যান হু কাউন্টেড। বইটির বৈশিষ্ট্য হলো, গল্পের ছলে গণিতের বিভিন্ন জটিল জটিল ধাঁধার সমাধান করা। অনেকে বইটিকে উপন্যাস হিসেবেও পড়তে পারেন। তবে যেভাবেই পড়ুন না কেন, পড়তে পড়তে আপনার মূল চরিত্র বেরেমিজের মতো গণনাকারী হতে ইচ্ছা করবে। হানাক নামের এক ব্যক্তি বাগদাদের পথে হাঁটতে গিয়ে পারস্যের খোই গ্রামে জন্মগ্রহণকারী বেরেমিজ সামিরের দেখা পায়। প্রথম দর্শনেই তার প্রতি মুগ্ধ হয় সে।
বেরেমিজ সামির যোগ দেয় বইটির বর্ণনাকারী হানাকের সঙ্গে। তাদের এই ভ্রমণে ডজনখানেক গাণিতিক সমস্যার সমাধান সে করে শুধু সংখ্যার মাধ্যমে। আশপাশের সবাই বিস্ময় হতবাক হয়, এত দ্রুত কীভাবে সে জটিল সব সমস্যার সমাধান করছে!
এই ভ্রমণেই তাদের সঙ্গে দেখা হয় বেদুইন, উজির, শেখ, রাজপুত্র ও রাজার সঙ্গে। পুরো ঘটনাই ঘটে মধ্যপ্রাচ্য। আসলে গণিতই এই বইয়ের প্রাণ। বইয়ের বেশির ভাগ সমস্যা পাটিগণিতের হলেও জ্যামিতিরও কিছু কিছু সমস্যার সমাধান দেখানো হয়েছে। যেমন ম্যাজিক স্কয়ার (একটি বর্গ, যা নম্বর দিয়ে ভর্তি)।
বইটি পড়লে তেরো শতকের আরব সংস্কৃতির ভেতর দিয়ে আপনার অজান্তেই এক সুন্দর ভ্রমণ ঘটে যাবে। আর সেখানে যেহেতু বেরেমিজ সামির আছে, আপনার বিরক্ত হওয়ার কোনো চান্সই নেই। মুগ্ধ হয়ে তার সমাধানগুলো দেখতে থাকবেন আপনি।
আব্দুল্যাহ আদিল মাহমুদ সাবলীল ভাষায় বইটির অনুবাদ করেছেন। পড়তে গিয়ে একবারও ঠেকতে হয়নি। এক নিশ্বাসে পড়ে ফেলার মতো একটি বই দ্য ম্যান হু কাউন্টেড।
দ্য ম্যান হু কাউন্টেড
মালবা তাহান
অনুবাদ: আব্দুল্যাহ আদিল মাহমুদ
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা, প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২২, প্রচ্ছদ: আরাফাত করিম, ২০৬ পৃষ্ঠা, দাম: ৩০০ টাকা।
দ্য ম্যান হু কাউন্টেড বইটি কিনতে অর্ডার করুন prothoma.com এ