কেন পুনরায় মার্ক্স

বদরুল আলম খান

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: জুলাই ২০২২

দাম: ৫৫০ টাকা।

আজকের পৃথিবী যে অবস্থায় আছে, তাতে কার্ল মার্ক্সের চিন্তার প্রভাব ও প্রাসঙ্গিকতা অনস্বীকার্য। মার্ক্সীয় রাজনীতির আগের চেহারা বর্তমানে অনেক বদলে গেলেও রাষ্ট্র ও সমাজচিন্তার ক্ষেত্রে মার্ক্সের তত্ত্ব ও বিশ্লেষণের গুরুত্ব কিংবা তার যৌক্তিকতার ধার কমেনি। মার্ক্স ও মার্ক্সবাদের নতুন মূল্যায়ন প্রচেষ্টার সঙ্গে বাংলাভাষী পাঠকদের পরিচয় করিয়ে দেওয়াই এই বইয়ের লক্ষ্য।

চট্টগ্রাম মহানগর: ভৌগোলিক সমীক্ষা

সম্পাদক: নজরুল ইসলাম ও অলক পাল

প্রকাশক: নগর গবেষণা কেন্দ্র ও চন্দ্রাবতী একাডেমি, ঢাকা

প্রকাশকাল: এপ্রিল ২০২২

দাম: ৬০০ টাকা।

ভৌগোলিক বৈচিত্র্যে চট্টগ্রাম বাংলাদেশের অন্যান্য শহর থেকে আলাদা। সম্পাদিত এ গ্রন্থে ২৫টি প্রবন্ধের মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগরের প্রাকৃতিক ও মানবিক ভূগোলের এমন কিছু বিষয়-আশয় উঠে এসেছে, যার মাধ্যমে এ মহানগরের স্থানিক ও কালিক বৈশিষ্ট্যের সমগ্র চিত্র ফুটে উঠেছে। শুধু তা-ই নয়, সমকালীন ভূগোল ও পরিবেশশাস্ত্রে ব্যবহৃত তত্ত্ব, পদ্ধতি ও কৌশল সম্পর্কেও এখান থেকে ধারণা পাওয়া যাবে।

বিচ্ছিন্নতার আগে ও পরে

জাহিদ হায়দার

প্রকাশক: সমাবেশ, ঢাকা

প্রকাশকাল: মার্চ ২০২২

দাম: ৪৯৫ টাকা।

কোন দুরবস্থার মধ্যে পড়লে একজন মানুষ বোবা হতে চায়? বিপ্লবীদের চা ঠান্ডা, নাকি এক বাস্তবতার চিত্রায়ণ? জাহিদ হায়দারের বিচ্ছিন্নতার আগে ও পরে নামের গল্পের বইটি পড়লে এমন কিছু প্রশ্ন আসতে পারে পাঠকের মনে। কবি হিসেবেই জাহিদ হায়দার সমধিক পরিচিত। তবে এই বইয়ের ১৭টি গল্পের মধ্য দিয়ে কাব্যগন্ধি স্বতন্ত্র এক গদ্যভাষা নির্মাণ করেছেন তিনি। তাঁর গল্পগুলোর বয়নশৈলীতে নিরীক্ষার মধ্য দিয়ে হাজির হয়েছে সমকাল।