বইমেলার নতুন বই

বইমেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। কবিতা, গল্প, উপন্যাস ও ভ্রমণের বাইরেও ইতিহাস, মুক্তিযুদ্ধ, বিভিন্ন বিষয় নিয়ে বের হচ্ছে বিশ্লেষণাত্মক বই। নানা ধরনের বইয়ে সরগরম এখন বইমেলা। বইমেলার মাসে আমাদের প্রতিদিনের আয়োজন ‘বইমেলার নতুন বই’। এখানে থাকল কয়েকটি বইয়ের খবর।
‘বলকানের তুর্কি হামাম’-এর প্রচ্ছদ

বলকানের তুর্কি হামাম

মঈনুস সুলতান

প্রকাশক: প্রথমা প্রকাশন

দাম: ৫০০ টাকা।

বলকান অঞ্চলের ছোট্ট দেশ মেসিডোনিয়া। দেশটির রাজধানী স্কোপিয়ায় ধর্মীয় সহিষ্ণুতাবিষয়ক সম্মেলনে শরিক হওয়ার অছিলায় লেখককে কিছুদিন বসবাস করতে হয়। সেখানে মুসলমান, ইহুদি ও খ্রিষ্টান ধর্মযাজকসহ নানা সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলাপ হয়। অবসরে লেখক ঘুরে বেড়ান নগরীর বাইজেন্টাইন যুগে নির্মিত কেল্লা, তুর্কি জমানার বাজার ও ভারদার নদীপারের প্রমেনাদে। তুর্কি স্থাপত্যকলাসমৃদ্ধ বিতোলা নগরীতে যাওয়ার পথে বলকান বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্রদের সঙ্গেও তাঁর মেলামেশার সুযোগ ঘটে। কামাল আতাতুর্কের স্মৃতিবিজড়িত সামরিক বিদ্যালয় এবং তাঁর প্রেমিকা বলে খ্যাত এলেনি কারিনতের পৈতৃক নিবাস দেখার সুযোগ হয় লেখকের। দেখেন আলেকজান্ডার দ্য গ্রেটের পিতা রাজা ফিলিপের শাসনামলে নির্মিত পুরাতাত্ত্বিক সাইটও। কাজমাকচালান পর্বতসংলগ্ন উপত্যকার হাইক ও একাধিক হামামের উষ্ণ জলে অবগাহনের অভিজ্ঞতা এই ভ্রমণবৃত্তান্তকে ভিন্নতর ব্যঞ্জনা দিয়েছে।

‘স্মৃতিতে ও সান্নিধ্যে’-এর প্রচ্ছদ

স্মৃতিতে ও সান্নিধ্যে

আহমাদ মাযহার

হাওলাদার প্রকাশনী

দাম: ৪০০ টাকা।

২৮ জন ব্যক্তি সম্পর্কে ছোট–বড় ২৮টি রচনার একটি নাতিবৃহৎ সংকলন এই ‘স্মৃতিতে ও সান্নিধ্যে’ গ্রন্থটি। সবগুলো রচনা সম্পূর্ণ একই চরিত্রের না হলেও কমবেশি ব্যক্তিগত স্মৃতিচারণা এসবের সাধারণ বৈশিষ্ট্য। রচনাগুলোর কোনো কোনোটি আঙ্গিকের দিক থেকে রচনাসাহিত্যের দিকে ঝুঁকে থাকে। রচনা ছোট হলেও আলোচ্য ব্যক্তিদের আকর তথ্যগুলো সন্নিবেশ করার চেষ্টা ছিল লেখকের।

এই বইয়ের রচনাগুলোর উপলক্ষ যে কয়জন ব্যক্তি, তাঁদের মধ্যে সর্বজ্যেষ্ঠ জনের জন্ম ১৯২৭ সাল আর সর্বশেষ জনের মৃত্যুর সময় ২০২২। অর্থাৎ জীবন-মৃত্যু মিলিয়ে সম্মিলিতভাবে তাঁদের জীবনের সময় ও পরিসর এক শ বছরের কাছাকাছি। এদিক থেকে দেখতে গেলে এই সময় ও পরিসরে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তর-অনুষঙ্গ আভাসিত এই রচনাগুলোয়। সঙ্গে এই কালের মানুষের মনোভঙ্গিরও কিছু চিহ্ন পাওয়া যেতে পারে। ফলে এই রচনাগুলো ব্যক্তির নিজস্ব সম্পর্কের বাইরে গিয়ে মহৎ হয়ে উঠেছে আলোচ্য ব্যক্তিদের জীবন-কর্ম।

‘আব্দুল মজিদ তার বউকে ভালোবাসে’-এর প্রচ্ছদ

আব্দুল মজিদ তার বউকে ভালোবাসে

রেজানুর রহমান

প্রকাশক: কথাপ্রকাশ

দাম: ২৫০ টাকা।

রেজানুর রহমান সমাজসচেতন কথাসাহিত্যিক। তাঁর প্রতিটি উপন্যাসে সমাজবাস্তবতার নিরিখে চরিত্রগুলো পাঠকের চারপাশেই বিচরণ করে। ‘আব্দুল মজিদ তার বউকে ভালোবাসে’ উপন্যাসেও তার ব্যতিক্রম হয়নি। সন্দেহ করা মানুষের সহজাত প্রবৃত্তি। সন্দেহ এক অর্থে তুষের আগুন। ভেতরে ভেতরে পোড়ায়। মানুষ যখন টের পায়, তখন করার কিছুই থাকে না! এ উপন্যাসটি আমাদের চারপাশের চেনা জগতের মানুষদের অচেনা সত্যকেই সাহসের সঙ্গে তুলে ধরেছে। উপন্যাসের একপর্যায়ে দেখা যায়, বুলবুলি সম্পর্কে শহীদুল্লাহ এতক্ষণ যা যা বলেছে, সবই বানানো গল্প। ঈর্ষা থেকে গল্পটা বলেছে সে। চোখের সামনে প্রায় প্রতিদিন পরস্ত্রীকে নিয়ে রঙিন এক খেলা খেলে কবি বিপ্লব কারিগর। মাঝেমধ্যেই শহীদুল্লাহর মেজাজ খারাপ হয়। পাশাপাশি দুটো রুম। এক রুমে বিপ্লব, অন্য রুমে শহীদুল্লাহ থাকে। মুখোমুখি আরেকটা রুমে থাকে আজিজ ভাই। একটি প্রেসের ম্যানেজার। এই তিনজনের জীবনের খণ্ড খণ্ড উপাখ্যান উঠে এসেছে এ উপন্যাসে।