২০ বছর পর আসছে কিরণ দেশাইয়ের নতুন বই

কিরণ দেশাই

প্রায় ২০ বছর আগে দ্য ইনহেরিটেন্স অব লস প্রকাশের পর বুকার পুরস্কার বিজয়ী কিরণ দেশাইয়ের নতুন উপন্যাস আসতে যাচ্ছে। র​্যান্ডম হাউস পাবলিশিং গ্রুপের হোগার্থ থেকে চলতি বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হবে দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি নামের বইটি। হোগার্থ উপন্যাসটিকে যুক্তরাষ্ট্রে দুই ভারতীয়র পথ খুঁজে পাওয়ার ‘বিস্তৃত গল্প’ বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে দেশাই বলেন, দুই আধুনিক ভারতীয়র অন্তহীন অমীমাংসিত রোমান্সের কমিক লেন্স ব্যবহার করে দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি লেখা হয়েছে।

৫৩ বছর বয়সী কিরণ দেশাইয়ের প্রথম বই হাল্লাবালু ইন দ্য পেয়ারা অরচার্ড ১৯৯৮ সালে প্রকাশিত হয়। এর আট বছর পর আটলান্টিক মান্থলি প্রেস থেকে যুক্তরাষ্ট্রে প্রকাশিত দ্য ইনহেরিটেন্স অব লস দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ান। বইটি বুকার ও ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড জিতেছিল। কিরণ দেশাই যখন বুকার পেয়েছিলেন, তাঁর বয়স ছিল ৩৫ বছর।

সূত্র: এপি

গ্রন্থনা: রবিউল কমল