আসছে বইমেলা

বই–বই গন্ধ চারদিকে। আসছে অমর একুশে বইমেলা। লেখকেরা ব্যস্ত লেখালেখিতে। প্রকাশনীগুলোতে ধুন্ধুমার অবস্থা, দম ফেলার ফুরসত নেই বাঁধাইকারীদেরও। হাজার হাজার বইকে পাঠকের কাছে নিয়ে যাওয়ার জন্য সবার সেকি উত্তেজনা! এখানে থাকল এই বইমেলা উপলক্ষে প্রকাশিত বিভিন্ন প্রকাশনীর কিছু বইয়ের খবর

ড. মুহম্মদ শহীদুল্লাহ: বাবার কাছে ফেরা

মুর্তজা বশীর

প্রকাশক: প্রথমা প্রকাশন

দাম: ২৫০ টাকা।

ড. মুহম্মদ শহীদুল্লাহ আর মুর্তজা বশীর। বহুভাষাবিদ পিতা আর শিল্পী পুত্র বৈশিষ্ট্যে একেবারেই বিপরীতমুখী। দুজনের লেখা চিঠিপত্র, স্মৃতিকথা আর ড্রয়িংয়ে এ বই খ্যাতিমান দুই পিতা-পুত্রের সম্পর্কের আশ্চর্য রসায়নের দলিল।

কল্যাণী/মমতাজ

হাসনাত আবদুল হাই

প্রকাশক: প্রথমা প্রকাশন

দাম: ৩৩০ টাকা।

কল্যাণী রায় ওরফে মমতাজ বেগমের জীবন ছিল সাহস ও আত্মত্যাগের এক বিরল দৃষ্টান্ত। এই নারী ভাষাসৈনিকের জীবন নিয়ে লেখা উপন্যাসটি পাঠককে শুধু যে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ দেবে, তা-ই নয়; জানা ইতিহাসের এক অজানা অধ্যায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেবে।

একটি তালাকের কাহিনি ও অন্যান্য গল্প 

মুনীর চৌধুরী

প্রকাশক: প্রথমা প্রকাশন

দাম: ২৮০ টাকা।

মুনীর চৌধুরীর ৯টি ছোটগল্প নিয়ে এই বই। লেখকের গভীর অন্তদৃষ্টি ও শ্লেষাত্মক দৃষ্টিভঙ্গি গল্পগুলোকে বিশিষ্টতা দান করেছে। সমাজের নানা অসংগতির চিত্র নিয়ে এসব গল্প সমাজের দর্পণ হয়ে হাজির হয়েছে আমাদের সামনে।

সমাজ ও রাষ্ট্রভাবনা নির্বাচিত বক্তৃতা ১৯৭১-৭৪ 

তাজউদ্দীন আহমদ 

সম্পাদক: সিমিন হোসেন রিমি

প্রকাশক: প্রথমা প্রকাশন

দাম: ৩২৫ টাকা।

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম তাজউদ্দীন আহমদের ১৯৭১ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত নির্বাচিত বক্তৃতা নিয়ে সাজানো হয়েছে বইটি। বক্তৃতাগুলোর মধ্য দিয়ে পাঠক দেশের অনন্যসাধারণ এই রাজনৈতিক ব্যক্তিত্বের রাষ্ট্র ও সমাজভাবনার পরিচয় পাবেন।

লঙ্গরখানা: দুর্ভিক্ষের গল্প সংকলন

সম্পাদক: বেলাল চৌধুরী

প্রকাশক: ঐতিহ্য

দাম: ৫৫০ টাকা।

লঙ্গরখানা সংকলনগ্রন্থের আঠারোটি গল্প তেরো শ পঞ্চাশের মন্বন্তরের করুণ স্মারকই শুধু নয়, বরং দেশে দেশে, কালে কালে ‘দুর্ভিক্ষ’ নামের মানব-বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদনামা।

ইতিহাসের দোলাচল

আলী রীয়াজ

প্রকাশক: বাতিঘর 

দাম : ৩৫০ টাকা।

বাংলাদেশের রাজনীতির গত পঞ্চাশ বছরের পথপরিক্রমা একরৈখিক নয়, আছে উত্থান ও পতন। এই ঘটনাপ্রবাহের ভেতরে যেসব প্রবণতা এবং নাগরিকদের যে আকাঙ্ক্ষাগুলো অপরিবর্তিত থেকে গেছে, এই বইয়ে সেসব চিহ্নিত করেছেন রাষ্ট্রবিজ্ঞানী
আলী রীয়াজ।

আমার পৃথিবী

সরদার ফজলুল করিম

সম্পাদক: মতিউর রহমান

প্রকাশক: প্রথমা প্রকাশন

দাম: ৫২০ টাকা।

জীবন-জগৎকে কীভাবে উপলব্ধি করেছিলেন সরদার ফজলুল করিম? কীভাবে গড়ে উঠেছিল তাঁর চিন্তাজগৎ? এ বই পাঠে তাঁরই জবানিতে সে অনুসন্ধানের জবাব পাবেন পাঠক। 

সিনেমার সাংস্কৃতিক রাজনীতি: আধুনিকতা জাতীয়তা আত্মসত্তা

আ–আল মামুন

প্রকাশক: কথাপ্রকাশ

দাম: ৬০০ টাকা।

সিনেমা নিয়ে বই, অথচ এ বই সিনেমাবিদ্যার নয়। সিনেমাকে একটা ‘ক্ষেত্র’ ধরে দেশ, সমাজ, রাষ্ট্র এবং আমাদের যাপিত জীবনকে বোঝার একটি প্রয়াস রয়েছে বইটিতে।