এ সপ্তাহের বইপত্র
লোকছন্দে ভেদকথা
সেকালের বিরুদ্ধ সমাজবাস্তবতায় বাংলা ভাষায় ফকিরি তত্ত্বগান লেখা দুরূহ ছিল বলে অাসাম তথা সিলেট অঞ্চলের মানুষজন নাগরীলিপিতেই এগুলো লিখেছেন বেশি। ১৮৬৩ সালে জন্ম নেওয়া ফকির শাহ্ মজিরউদ্দিনও নাগরীলিপিতে লিখেছিলেন তত্ত্বগ্রন্থ ভেদ জহুর–এর পাণ্ডুলিপি। লোকছন্দে লেখা বইটিতে ফকিরি জীবনযাপনচিত্রের সঙ্গে সঙ্গে পাওয়া যায় এমন ভেদকথা, যা গুরু বা মুরশিদ তাঁর শিষ্যকে ‘কানে কানে’ বলে থাকেন। এছাড়াও এখানে স্থান পেয়েছে ৭০টি গান। দীর্ঘদিন পাণ্ডুলিপি হিসেবে থাকার পর মকদ্দস আলম উদাসীর ভাষান্তরের মাধ্যমে এ বছরের ফেব্রুয়ারিতে বের হয়েছে বইটি। মোস্তাক আহমাদ দীনের সম্পাদনায় সিলেটের চৈতন্য প্রকাশনীর এ বইয়ের দাম ৫৫০ টাকা। এটি লোকসাহিত্যে আগ্রহীদের খোরাক হতে পারে।
গান নিয়ে সংকলন
সংগীত বিষয়ে সুপরিকল্পিত ও সুরুচিপূর্ণ পত্রিকা আমাদের দেশে নেই বললেই চলে। সেই অভাব দূর করেছে ইমতিয়াজ আহমেদ সম্পাদিত সংগীত মনন পত্রিকাটি। গানকে উপজীব্য করে বেরোনো সাময়িকীটি প্রথম সংখ্যা থেকেই মননশীল পাঠকের মন কেড়েছে। গত ডিসেম্বরে বেরিয়েছে এর দ্বিতীয় সংখ্যা। এই সংখ্যায় ‘মুক্তিযুদ্ধের গান’কে কেন্দ্র করে একটি আয়োজন রয়েছে। আছে ওস্তাদ আলাউদ্দিন খাঁকে কেন্দ্র করে চমৎকার লেখামালা। এতে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আলাউদ্দিন খাঁর ‘আমার কথা’ বা ‘ইউরোপের এক বৎসর’ যেমন গ্রন্থিত হয়েছে, তেমনি তাঁকে নিয়ে পণ্ডিত রবিশঙ্করের ‘বাবার কথা’ও এখানে আলো ছড়িয়েছে। এ বাদে গোলাম মুরশিদ লিখেছেন অতুলপ্রসাদের গান নিয়ে। সংগীতশিল্পী আব্দুল আহাদকে নিয়ে দারুণ এক লেখাসহ আছে আরও বিচিত্র লেখার সমাহার। সব মিলিয়ে সংগীতের শিক্ষার্থী এবং গান নিয়ে যাঁরা আগ্রহী, ৪৫০ টাকা দামের এ পত্রিকা তাঁদের মন কাড়বে।