২০২৪ সালের পড়া বারাক ওবামার প্রিয় ১০ বই

বারাক ওবামা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০২৪ সালে পড়া তাঁর প্রিয় বইয়ের একটি তালিকা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া তালিকায় ফিকশন ও নন-ফিকশন মিলিয়ে ১০টি বই রয়েছে।

বারাক ওবামা লিখেছেন, ‘আমি প্রতিবছর পড়া বইয়ের তালিকা দিতে পছন্দ করি। আজ আমি এমন কিছু বইয়ের নাম জানাব, যেগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে।’

২০২৪ সালে বারাক ওবামার পড়া প্রিয় বইগুলো হলো স্যালি রুনির ইন্টারমেজো, সামান্থা হার্ভের অরবিটাল, আয়সেগুল সাভাসের দ্য অ্যানথ্রোপোলজিস্টস, মার্টিন ম্যাকিনসের ইন অ্যাসেনশন, দিনাও মেনগেস্টুর সামওয়ান লাইক আস, জোনাথন হাইডের দ্য অ্যাংশাস জেনারেশন, আলেক্সেই নাভালনির প্যাট্রিয়ট, আর্লি রাসেল হচসচাইল্ডের স্টোলেন প্রাইড, ড্যানিয়েল সাসকিন্ডের গ্রোথ: আ রেকনিং, অ্যাডাম মসেরতের দ্য ওয়ার্ক অব আর্ট: হাউ সামথিং কামস ফ্রম নাথিং।

সূত্র: ইউরো নিউজ