এ সপ্তাহের বই

নগর ঢাকার অদ্যোপান্ত

চার শ বছরের পুরোনো নগরী ঢাকা। এই মহানগরী বিশ্বের জনবহুল শহরগুলোর অন্যতম। বিগত প্রায় সাত দশকে ঢাকার পারিসরিক ও জনমিতিক প্রবৃদ্ধি ঘটেছে। পাশাপশি সুদূরপ্রসারী ভিশনের অভাব, সঠিক ও সময়োপযোগী পরিকল্পনা গ্রহণের ব্যর্থতা, সুশাসনের অনুপস্থিতি ইত্যাদি কারণে ঢাকা এখন একটি সমস্যাজর্জরিত মহানগরও বটে। ঢাকা এখন ও আগামীতে নামে এই বইয়ে খ্যাতিমান নগর–পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম নানা দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করেছেন রাজধানী ঢাকার বর্তমান পরিস্থিতি। ‘নগর গবেষণা কেন্দ্র’ থেকে প্রকাশিত এই বইয়ে। দাম: ৩০০ টাকা।

‘অ্যাবা’র বেনি অ্যান্ডারসন

দলের চারজনের নামের প্রথম অক্ষর দিয়ে নাম ‘অ্যাবা’। বিশ্বের সর্বকালের সফলতম গানের দলের একটি। তাঁদের ‘চিকিতিতা’ বা ‘মামা মিয়া’ গান খুবই বিখ্যাত। বিশ্বখ্যাত সুইডিশ গানের দল অ্যাবার প্রতিষ্ঠাতা সদস্যদের একজন বেনি অ্যান্ডারসন।

এই বইয়ে আছে বেনি অ্যান্ডারসনের সাক্ষাৎকার। যেখানে তিনি অকপটে বলে গেছেন সংগীত নিয়ে তাঁর ভাবনার কথা। বাংলাদেশের সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সানী জুবায়ের নিয়েছিলেন এই সাক্ষাৎকার। হিন্দুস্তানি সংগীতে প্রশিক্ষণ পাওয়া সানী জুবায়ের স্টকহোমে পাশ্চাত্য সংগীত নিয়ে রয়্যাল ইউনিভার্সিটি কলেজ অব মিউজিকে অধ্যয়নের সময় সাক্ষাৎকারটি নেন। ফলে ‘মধুপোক’ থেকে ইংরেজিতে প্রকাশিত থ্যাংক ইউ ফর দ্য মিউজিক: বেনি অ্যান্ডারসন ইন কনভারসেশন উইথ সানী জুবায়ের নামের এই গ্রন্থে আলাপনের মোড়কে পাওয়া যাবে পাশ্চাত্য ও প্রচ্য সংগীতের নানান প্রসঙ্গ। দাম ৩০০ টাকা।