ইতিহাসের অলিখিত দুই অধ্যায়ের অজানা ঘটনাবলি

‘সৈনিক জীবন: গৌরবের একাত্তর, রক্তাক্ত পঁচাত্তর’ বইয়ের প্রচ্ছদ
ছবি: সংগৃহীত

একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে সেনাবাহিনী থেকে ২০০ সৈনিককে নিয়ে বেরিয়ে গেলেন এক তরুণ অফিসার। ওই বাহিনীটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে রিক্রুট করলেন আরও ৬০০ সৈনিক। সেদিনের সেই তরুণই আজকের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

পঁচাত্তরে সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের হাতে বঙ্গবন্ধু নির্মমভাবে নিহত হলে ভেঙে পড়ে সেনাবাহিনীর চেইন অব কমান্ড। তখন শৃঙ্খলা ফিরিয়ে আনতেও উদ্যোগ নিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমসহ কয়েকজন সেনা কর্মকর্তা। আংশিক সফলও হয়েছিলেন। কাজটা করতে গিয়ে উদ্যোগীদের কেউ কেউ ষড়যন্ত্রকারীদের গুলিতে নিহত হন, আটক হন লেখকসহ কয়েকজন সেনা কর্মকর্তা।

লেখকের আত্মজৈবনিক বই ‘সৈনিক জীবন: গৌরবের একাত্তর, রক্তাক্ত পঁচাত্তর’-এ সেসব অজানা ইতিহাসই উঠে এসেছে । নির্মোহ বয়ানে উঠে এসেছে বাংলাদেশের ঝঞ্ঝাসংকুল সময় আর ইতিহাসের এক অলিখিত অধ্যায়। ২৭২ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্রথমা। বাজারে এসেছে বইটির দ্বিতীয় মুদ্রণ।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের জন্ম ২৯ অক্টোবর ১৯৪৪, ভোলার লালমোহনে। ১৯৬৮ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পান তিনি। ১৯৭৬ সালে তাঁকে সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয়। কৃতী ফুটবলার—পাকিস্তান জাতীয় দল এবং ঢাকা মোহামেডান স্পোর্টিংয়ের নিয়মিত খেলোয়াড় ছিলেন। বিশ্ব ফুটবল সংস্থা ফিফা তাঁকে ‘ফিফা সেন্টেনারি অর্ডার অব মেরিট’ পদকে ভূষিত করে। হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাজনীতিতে সক্রিয়। ভোলা-৩ আসন থেকে ছয়বার সাংসদ নির্বাচিত হন তিনি। দুবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যার জনক।

সৈনিক জীবন: গৌরবের একাত্তর, রক্তাক্ত পঁচাত্তর’-এর প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। বইটির মুদ্রিত মূল্য ৫২০ টাকা। পাওয়া যাবে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। এ ছাড়া ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন prothoma.com থেকে। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।