কামরুদ্দীন আহমদের কলমে বাংলার মধ্যবিত্তের আত্মবিকাশের ইতিহাস

রাজনীতিবিমুখ এ প্রজন্মের কাছে কামরুদ্দীন আহমদ অপরিচিত এক নাম। অথচ একাধারে আইনজীবী, রাজনীতিক, শ্রমিকনেতা ও কূটনীতিক এই মানুষটি ছিলেন গত শতকের ৪০ ও ৫০ দশকের রাজনীতির এক পরিচিত মুখ। পাকিস্তান আন্দোলন, পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা, ভাষা আন্দোলন, পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনা, যুক্তফ্রন্ট গঠন—এসব ঘটনার তিনি কেবল পর্যবেক্ষকই ছিলেন না, ছিলেন অন্যতম নিয়ামক।

১৯৩৭ থেকে ১৯৪৭ পর্যন্ত মুসলিম লীগের কর্মী হিসেবে কামরুদ্দীন আহমদ পাকিস্তান আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। শ্রমিক আন্দোলনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৪৮ থেকে ১৯৫৪ পর্যন্ত ট্রেড ইউনিয়ন সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। ছিলেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য। এ দেশে বিরোধী রাজনীতির সূচনায়ও ছিল তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। যুক্তফ্রন্ট গঠনেও নিয়ামক ভূমিকা পালন করেন তিনি।

কীভাবে সংঘটিত হয়েছিল এসব? কতটা পরিকল্পিত ছিল, কতটা দৈবের হাত? ‘বাংলার মধ্যবিত্তের আত্মবিকাশ’-এ কখনো আত্মজীবনীর আমেজে, কখনো প্রত্যক্ষদর্শীর অন্তরঙ্গ বিবরণে সেসবই আমাদের শুনিয়েছেন লেখক।

বাংলার মধ্যবিত্তের আত্মবিকাশ’ বইটি আগে প্রকাশিত হয়েছিল পৃথক দুটি খণ্ডে।

পাঠক এবার এক মলাটের মধ্যেই পাবেন পুরোটা। বর্তমান সংস্করণে ঠিক করা হয়েছে বিখ্যাত ব্যক্তির নামের বানান, যোগ করা হয়েছে নির্ঘণ্ট। এ দেশের ইতিহাসের একটি বিশেষ পর্বকে জানতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সহায়তা করবে এ বই। গবেষকদের জন্যও এটি একটি আকরগ্রন্থ।

কামরুদ্দীন আহমদ

কামরুদ্দীন আহমদের জন্ম ৮ সেপ্টেম্বর ১৯১২, মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর। একই বিশ্ববিদ্যালয় থেকে আইন পাস করেন। তাঁর রাজনৈতিক জীবনের সূচনা পাকিস্তান আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে। পাকিস্তান প্রতিষ্ঠার পর গণআজাদী লীগ গঠনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। ১৯৫৪ সালে যোগ দেন আওয়ামী লীগে ও পরের বছর হন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। যুক্তফ্রন্টের নির্বাচনী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৫৭ থেকে ১৯৬১ পর্যন্ত প্রথমে কলকাতায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার ও পরে বার্মায় (বর্তমানে মিয়ানমার) রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার তাঁকে কারাবন্দী করে। ১৯৮২ সালের ৬ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মারা যান।

প্রথমা প্রকাশন এর আগে ২০১৮ সালে ‘সমাজ-ইতিহাস গ্রন্থমালা’ সিরিজের আওতায় কামরুদ্দীন আহমদের ‘বাংলার এক মধ্যবিত্তের আত্মকাহিনী’ বইটি পুনঃপ্রকাশ করে। বইটি সাদরে গ্রহণ করে পাঠক ।

বাংলার মধ্যবিত্তের আত্মবিকাশ’-এর প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। বইটির গায়ের মূল্য ৬০০ টাকা। বইটি পাওয়া যাবে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। এ ছাড়া ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন prothoma.com থেকে। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।