বইয়ের দুনিয়া

>বঙ্গবন্ধুকে নিয়ে এ বছর বেরিয়েছে অজস্র বই। তার মধ্য থেকে কয়েকটি বইয়ের পরিচিতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: কাছ থেকে দেখা
নুরুল ইসলাম
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: মার্চ ২০২০
দাম: ২২০ টাকা।
বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান প্রথিতযশা অর্থনীতিবিদ নুরুল ইসলাম। এই আত্মজৈবনিক বইতে বিবৃত হয়েছে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিশ্লেষণ। নানা ঘটনার মধ্য দিয়ে তিনি বঙ্গবন্ধুর অপার দেশপ্রেম, অসীম সাহস, গভীর রাজনৈতিক প্রজ্ঞার কথা বলেছেন, পাশাপাশি দরদি বয়ানে উঠে এসেছে মানবিক দুর্বলতার কথাও। শেখ মুজিবুর রহমানকে বুঝতে ব্যতিক্রমী একটি বই।

মুজিব ও মুক্তিযুদ্ধ: ইতিহাসের নিরাসক্ত ও বস্তুনিষ্ঠ পর্যালোচনা
মোরশেদ শফিউল হাসান
প্রকাশক: অনুপম প্রকাশনী, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২০
দাম: ২৫০ টাকা।
শেখ মুজিব ও মুক্তিযুদ্ধ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আমাদের স্বাধীনতাসংগ্রামের চূড়ান্ত পর্বে রণাঙ্গনে সশরীরে উপস্থিত না থেকেও তিনি ছিলেন এই লড়াইয়ের আসল নেতা। এই বইয়ের লেখাগুলোয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর ভূমিকার মূল্যায়ন করা হয়েছে। এখানে গ্রথিত নিবন্ধগুলো থেকে পাঠক শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের মধ্যকার সম্পর্ক সহজেই উপলব্ধি করতে পারবেন।

৬ দফা: স্বাধীনতার অগ্রযাত্রায় বঙ্গবন্ধু
মুনতাসীর মামুন
প্রকাশক: মাওলা ব্রাদার্স, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২০
দাম: ৫২০ টাকা।
বাঙালির জীবনে যেমন ছয় দফার গুরুত্ব অপরিসীম, একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনেও ১৯৬৬ সালে তাঁর ছয় দফা দেওয়ায় এর গুরুত্ব অনেক। এই বই সেই ছয় দফা আন্দোলনের ওপর পূর্ণাঙ্গ এক গ্রন্থ। বইটি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে রয়েছে ‘৬ দফা: স্বাধীনতার অগ্রযাত্রায় বঙ্গবন্ধু’ শিরোনামের মূল প্রবন্ধটি। দ্বিতীয় পর্বে আছে ছয় দফাসংক্রান্ত পত্রপত্রিকার যাবতীয় প্রতিবেদন।

চট্টগ্রামে বঙ্গবন্ধু ও তাঁর সঙ্গীরা
মুহাম্মদ শামসুল হক
প্রকাশক: ইতিহাসের খসড়া, চট্টগ্রাম
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২০
দাম: ২৮০ টাকা।
আওয়ামী লীগকে জনভিত্তি দেওয়ার কাজে সেই যৌবন থেকে গোটা বাংলাদেশ চষে বেড়িয়েছেন শেখ মুজিব। সেই সূত্রে বন্দরনগরী চট্টগ্রামে তাঁর পা পড়েছে অনেকবার। চল্লিশ থেকে সত্তর দশক অবধি বিভিন্ন সময়ে চট্টগ্রামে এসেছেন বঙ্গবন্ধু। এখানে ছিল তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও। বঙ্গবন্ধু ও তাঁর সঙ্গীদের মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের নানা মাত্রা উপলব্ধি করা যাবে এই বই থেকে।

বঙ্গবন্ধু: শ্রদ্ধায় ভাবনায় স্মৃতিতে
সম্পাদনা: মতিউর রহমান
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: মার্চ ২০২০
দাম: ২৫০ টাকা।
বঙ্গবন্ধুর কাছে আমাদের ঋণই শুধু অপরিসীম নয়, জাতি হিসেবে নিজেদের পাঠ করার জন্যও তাঁর কাছে আমাদের ফিরে ফিরে আসতে হবে। তাঁর স্মৃতি আমাদের ইতিহাসের সম্পদ, তাঁর পর্যালোচনা আমাদের আত্মসন্ধানের পথ। তাঁর স্মরণ ও মূল্যায়ন শুধু অতীতকে বোঝার তাগিদেই নয়, সামনের পথরেখা খুঁজে পাওয়ার জন্যও। বঙ্গবন্ধুর পর্যালোচনার মধ্যে এই বই আমাদের নিজেদেরও আত্মবীক্ষণ। স্মৃতিচারণা ও বিশ্লেষণধর্মী লেখায় সমৃদ্ধ একটি বই।

সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি
সাইমন জাকারিয়া
প্রকাশক: বাংলা একাডেমি, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২০
দাম: ৩৫০ টাকা।
জনসংস্কৃতি ও সমীক্ষণ পদ্ধতির মাধ্যমে বাউল, জারিগান, পুথিসাহিত্য ঘেঁটে এই বইয়ে আবিষ্কার করা হয়েছে বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতির নানা অনুষঙ্গ। যেমন পুথিসাহিত্যে বর্ণিত বঙ্গবন্ধুর জীবন-ইতিহাস কিংবা বাউল, সুফি ও বিভিন্ন লোকজ গানে বঙ্গবন্ধুর রাজনৈতিক ইতিহাস। মোটকথা, চারটি অধ্যায়ে বিভক্ত এ গ্রন্থ থেকে পাওয়া যাবে বাংলার লোকায়ত জীবনে শেখ মুজিবুর রহমানের নানামুখী প্রভাবের বিবরণ।