বইয়ের দুনিয়া

সৈনিক জীবন: গৌরবের একাত্তর রক্তাক্ত পঁচাত্তর

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২০

দাম: ৫২০ টাকা।

রণাঙ্গনে মুক্তিযুদ্ধ, যুদ্ধোত্তর বাংলাদেশ, বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড, সেনাবাহিনীর ভেঙে পড়া চেইন অব কমান্ড পুনরুদ্ধারের চেষ্টা, কাছ থেকে দেখা অভিজ্ঞতার ভিত্তিতে এসব ঘটনার বিস্তারিত বয়ান রয়েছে এই বইয়ে। বাংলাদেশের এক ঝঞ্ঝাসংকুল সময় এবং তার ইতিহাসের এক অলিখিত অধ্যায়ের অজানা ঘটনাবলি জানতে বইটি অবশ্যপাঠ্য।

বঙ্গীয় বদ্বীপের অতীত ও ভবিষ্যৎ

দীপেন ভট্টাচার্য

প্রকাশক: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল), ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২০

দাম: ১৬০ টাকা।

‘ইয়োসিন উপযুগ থেকে ভারতীয় প্লেটের সঙ্গে ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলেই হিমালয় পর্বতের জন্ম এবং হিমালয়ের উত্থানের সঙ্গে বাংলার বদ্বীপের সূচনা হয়। এ সময় থেকেই পৃথিবীর জলবায়ুর শীতল হওয়া শুরু। অনেক বিশেষজ্ঞের মতে হিমালয়ের উত্থানের সঙ্গে পৃথিবীর ঠান্ডা হওয়ার সম্পর্ক রয়েছে।’ বঙ্গীয় বদ্বীপের অতীত ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা রয়েছে এই বইয়ে।

স্মৃতিসবুজ কুমিল্লা জিলা স্কুল

পিয়াস মজিদ

প্রকাশক: ঐতিহ্য, ঢাকা

প্রকাশকাল: জুলাই ২০২০

দাম: ১৫০ টাকা।

কুমিল্লা জিলা স্কুল দেশের প্রাচীনতম বিদ্যাপীঠের অন্যতম। ১৮৩৭ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের ছাত্র ছিলেন বাংলা গানের রাজপুত্র শচীন দেববর্মন, ছন্দগুরু প্রবোধচন্দ্র সেন, স্যার ফজলে হাসান আবেদসহ বহু বিশ্বখ্যাত ও দেশবরেণ্য গুণীজন। মহান মুক্তিযুদ্ধেও এই স্কুলের ছাত্রদের ছিল বীরত্বপূর্ণ ভূমিকা।

২০ জুলাই ২০২০ কুমিল্লা জিলা স্কুলের ১৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে এই বই।


গ্রন্থনা: হুমায়ূন শফিক