বইয়ের দুনিয়া

মুক্তিযুদ্ধ সূচনা থেকে সমাপ্তি-১

সম্পাদক: সাজ্জাদ শরিফ

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: মার্চ ২০২০

দাম: ২২০ টাকা।

মুক্তিযুদ্ধের ৫০ বছর উপলক্ষে প্রথমা প্রকাশন প্রকাশ করছে ‘মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী গ্রন্থমালা’। তারই প্রথম বই মুক্তিযুদ্ধ: সূচনা থেকে সমাপ্তি। এই বইয়ের উদ্দেশ্য শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মূল ঘটনা, উদ্যোগ ও বিষয় সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়া। মুক্তিযুদ্ধের সামাজিক-রাজনৈতিক পটভূমি থেকে শুরু করে বিজয় পর্যন্ত উল্লেখযোগ্য বিষয়গুলো এ সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে।

বিষয় সিনেমা: তিনটি অনূদিত প্রবন্ধ

অনুবাদ মোহাম্মদ আজম

প্রকাশক: চৈতন্য, সিলেট

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২০

দাম: ২৫০ টাকা।

ওয়াল্টার বেঞ্জামিনের ‘দি ওয়ার্ক অব আর্ট ইন দি এজ অব মেকানিকেল রিপ্রডাকশন’, স্টুয়ার্ড হলের ‘এনকোডিং এন্ড ডিকোডিং’ ও ক্রিন টি. মিন–হার লেখা প্রবন্ধ ‘আউটসাইড ইন ইনসাইড আউট’—এই তিনটি প্রবন্ধ প্রধাণত সিনেমাবিষয়ক। তবে নন্দনতত্ত্ব, সমালোচনা ও রাজনীতি—এই বিষয়াবলিও আলোচিত হয়েছে এই প্রবন্ধগুলোতে। বইটি চিন্তার খোরাক জোগাতে সক্ষম।