বইয়ের দুনিয়া

গোপন একটি নাম

বিশ্বজিৎ চৌধুরী

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: জানুয়ারি ২০২১, দাম: ৩০০ টাকা।

হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি হয়েছেন এক শিক্ষিকা। একগাদা ওষুধ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি। তাঁর খোঁজখবর করতে গিয়ে ঘটনার পরম্পরায় জড়িয়ে পড়েন নবীন চিকিৎসক রাহাত। প্রেমময় এই উপন্যাসের রুদ্ধশ্বাস ঘটনা আর প্রাণবন্ত ভাষা পাঠককে টানটান রাখবে আগাগোড়া।

বরফকল

ওয়াসি আহমেদ

প্রকাশক: কথাপ্রকাশ, ঢাকা

প্রকাশকাল: জানুয়ারি ২০২১, দাম: ৩৫০ টাকা।

মুক্তিযুদ্ধকালে নিগ্রহের শিকার এক নারী শেফালী বেগম নিজের পলায়নপর জীবন নিয়ে ভেবেছিলেন, পলায়নটা তাঁর একার। পিতৃপরিচয়হীন সন্তানকে নিয়ে পথ চলতে গিয়ে লাঞ্ছনা–গঞ্জনায় পরিত্রাণহীন জীবন তাঁকে বাধ্য করে পলায়নপর হতে। কিন্তু যখন তাঁর নিয়তি তাঁর সন্তানের ওপরও ভর করে, তখন তা আর তাঁর একার থাকে না, হয়ে ওঠে জনপদের অমীমাংসিত জিজ্ঞাসা। এই উপন্যাস সেই অমীমাংসিত জিজ্ঞাসার বহুরৈখিক আখ্যান।

৫০ প্রেমের কবিতা

আনোয়ারা সৈয়দ হক

প্রকাশক: আগামী প্রকাশনী, ঢাকা

প্রকাশকাল: নভেম্বর ২০২০, দাম: ২০০ টাকা।

এই বইয়ে প্রেমের কবিতার নতুন এক বলয় উন্মোচন করেছেন আনোয়ারা সৈয়দ হক। প্রেমের সূত্রে কবিতায় যেন গান গেয়েছেন তিনি হৃদয়ের ভাষায়। বইয়ের ৫০টি কবিতার মধ্য দিয়ে বহু বৈচিত্র্য নিয়ে হাজির হয়েছে প্রেম। এখানে মানুষের আবেগ যেমন দেখা যায়, তেমনি এই মহাবিশ্ব ও প্রকৃতিকেও প্রণয়ের অঙ্গীভূত করে তুলেছেন কবি।