বইয়ের দুনিয়া

অবরুদ্ধ ঢাকা ১৯৭১

গোপন প্রতিরোধকারীদের সাক্ষাৎকার

সম্পাদনা: রাশেদুর রহমান

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২১

দাম: ৩২০ টাকা।

১৯৭১-এ অবরুদ্ধ ঢাকায় থেকে কয়েকটি ছোট ছোট গোপন দল নানাভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। এদের মধ্যে দু-তিনটি গ্রুপ প্রবাসী বাংলাদেশ সরকার ও ২ নম্বর সেক্টরের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত। একটি গ্রুপ ছিল ‘ঢাকা তথ্য-গ্রুপ’। বিপদকে তুচ্ছ ভেবে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাঁরা। এ রকম একটি দলের সাত সদস্যের জবানিতে উঠে এসেছে সেই রুদ্ধশ্বাস সময়ের চিত্র।

আমার স্মৃতি কথা

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

প্রকাশক: পালক পাবলিশার্স, ঢাকা

প্রকাশকাল: জানুয়ারি ২০২১

দাম: ৩০০ টাকা।

বইটি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের স্মৃতিকথা। দুই অধ্যায়ে বিভক্ত এই বইয়ের প্রথম পর্বে রয়েছে তাঁর ছেলেবেলা থেকে শুরু করে তৎকালীন পূর্ব বাংলার বিভিন্ন স্কুলে পড়াশোনা, করাচির জীবন ও কলেজের গণ্ডি পেরিয়ে করাচি বিশ্ববিদ্যালয়ে পদার্পণ। আর দ্বিতীয় অধ্যায়ে আছে তাঁর মিলিটারি একাডেমির জীবন।

পাঁচ নং কশাইখানা

কার্ট ভনেগাট

অনুবাদ: মুনযির

প্রকাশক: রোদেলা প্রকাশনী, ঢাকা

প্রকাশকাল: জানুয়ারি ২০২১

দাম: ২৫০ টাকা।

মার্কিন সাহিত্যিক কার্ট ভনেগাটের এই বইকে কোনো একটি শাখায় ফেলা মুশকিল। পড়তে শুরু করার পর মনে হতে পারে, এটি কি উপন্যাস নাকি স্মৃতিকথা। পড়তে পড়তে একবার মনে হবে যুদ্ধোপন্যাস, আবার মনে হবে বিজ্ঞান কল্পকাহিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর ড্রেসডেনে অগ্নিবোমা হামলাকে কেন্দ্র করে লেখা এ বই পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধবিরোধী সেরা উপন্যাসগুলোর একটি।