বইয়ের দুনিয়া

বিভা ও বিভ্রম

সাদাত হোসাইন

প্রকাশক: প্রথমা

প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২১, দাম: ২০০ টাকা।

আলতামাশ মনে করে, দুনিয়ার সবাই তাকে ঘৃণা করে। ছোটবেলা তার মা তাকে ছেড়ে চলে যায়। যাদের আশ্রয়ে বড় হতে থাকে, তারাও তার ওপর চালায় অমানসিক নির্যাতন। বড় হওয়ার পরও বিভিন্ন দিক থেকে তার ওপর নেমে আসে অবিচার। দুনিয়াটাই তার কাছে নরকে পরিণত হয়। এমনই চরিত্র নিয়ে লিখেছেন এই সময়ের জনপ্রিয় লেখক সাদাত হোসাইন।

বাংলাদেশে বাজেট অর্থনীতি ও রাজনীতি

আকবর আলি খান

প্রকাশক: প্রথমা

প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২১,

দাম: ৫০০ টাকা।

অর্থনীতির কঠিন বক্তব্যকে সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জানেন সময়ের সেরা অর্থনীতিবিদ আকবর আলি খান। বাজেটের অর্থনীতি ও রাজনীতি জটিল বিষয় হওয়া সত্ত্বেও গণতন্ত্র বিকাশের জন্য এ সম্পর্কে সাধারণ মানুষের সুষ্ঠু ধারণা প্রয়োজন। লেখক এই বইয়ে সেসব সূক্ষ্ম বিষয় নিয়েই আলোচনা করেছেন।