বইয়ের দুনিয়া

ইলা মিত্র

নাচোলের তেভাগা আন্দোলনের নেত্রী

মালেকা বেগম

প্রকাশক: প্রথমা প্রকাশন

প্রকাশকাল (বর্ধিত সংস্করণ): এপ্রিল ২০২১

দাম: ৪৫০ টাকা।

সম্প্রতি প্রকাশিত হয়েছে মালেকা বেগমের লেখা ইলা মিত্র: নাচোলের তেভাগা আন্দোলনের নেত্রী বর্ধিত সংস্করণ। চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকার কৃষকদের দাবি আদায়ের আন্দোলনে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্র। নিগৃহীত কৃষকদের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন। এখানে ইলা মিত্রের সংগ্রামী জীবনকথার পাশাপাশি আছে তাঁর সাক্ষাৎকার, চিঠিপত্র এবং তাঁকে নিয়ে স্মৃতিকথা ও মূল্যায়ন

মুক্তিযুদ্ধের গল্প

শওকত আলী

প্রকাশক: আগামী প্রকাশনী, ঢাকা

প্রকাশকাল: ২০২১

দাম: ৪৫০ টাকা।

শওকত আলী রাজনীতি বলতে সিংহাসনে আরোহণ না বুঝিয়ে যেমন অন্যায়ের প্রতিবাদ বোঝেন, তেমনি মুক্তিযুদ্ধ বলতে শুধু ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইটাই বোঝেন না। মুক্তিযুদ্ধ বলতে তিনি বোঝেন সব ধরনের অন্যায়-অনাচার, শোষণ-পীড়ন, নির্যাতন, অপশাসনের বিরুদ্ধে যুদ্ধ; মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও মানসিক মুক্তির জন্য যুদ্ধ। এই বইয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বর্ণনাধর্মী গল্প যেমন আছে, তেমনি আছে যুদ্ধপরবর্তী জনজীবনের আলেখ্য।