বইয়ের দুনিয়া

আত্মজীবনী ও অন্যান্য

সরদার ফজলুল করিম

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: মে ২০২১

দাম: ৬০০ টাকা।

সরদার ফজলুল করিম বিংশ শতকের চল্লিশের দশক থেকে শুরু করে সত্তরের দশকজুড়ে দেশের সমাজ, সংস্কৃতি, শিক্ষা, সর্বোপরি রাজনৈতিক প্রবাহের মুখ্য কুশীলবদের একজন। তাঁর এ বইতে মূর্ত হয়েছে অগ্রসর চিন্তকের ধারাভাষ্যে চার দশকের সমাজ ও রাজনীতির নিবিড় চালচিত্র।

কবিতাসমগ্র

মাহমুদ আল জামান

প্রকাশক: অনন্যা, ঢাকা

প্রকাশকাল: এপ্রিল ২০২১

দাম: ৪৫০ টাকা।

প্রয়াত সম্পাদক আবুল হাসনাত কবিতা লিখতেন মাহমুদ আল জামান নামে। এই বই মূলত জ্যোৎস্না ও দুর্বিপাক, কোনো একদিন ভুবনডাঙায় এবং ভুবনডাঙার মেঘ ও নধর কালো বেড়াল—এই তিন গ্রন্থের সংকলন। সঙ্গে আছে অপ্রকাশিত ও অগ্রন্থিত কবিতা। নিসর্গ, রাজনীতি, সমাজ, সংসার এবং ব্যক্তির অন্তর্বিভায় ভাস্বর মাহমুদ আল জামানের কবিতাগুচ্ছ পাঠককে স্পর্শ করে।

হেমিংওয়ের নারীরা

ফারুক মঈনউদ্দীন

প্রকাশক: পাঞ্জেরী পাবলিকেশন্স

প্রকাশকাল: মার্চ ২০২১

দাম: ৪৫০ টাকা।

হেমিংওয়ের চার স্ত্রী ছাড়াও এমন কিছু নারী তাঁর জীবনে এসেছিলেন, যাঁরা তাঁর জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করেছিলেন। তাঁদের সান্নিধ্যে আন্দোলিত হেমিংওয়ের মনোজগত। তবে কেবল প্রেমিক পুরুষ হিসেবে হেমিংওয়েকে উপস্থাপন করলে তাঁর বিচিত্র জীবনের সবটুকুর বেড় পাওয়া সম্ভব নয়। লেখক এই বইয়ে কথাসাহিত্যিক হেমিংওয়ের সেই সব নারীদের প্রসঙ্গেই লিখেছেন।

মধ্যযুগের বাংলা: বখতিয়ার খলজি থেকে সিরাজ-উদ-দৌলা

খন্দকার স্বনন শাহরিয়ার

প্রকাশক: বাতিঘর, ঢাকা

প্রকাশকাল: জানুয়ারি ২০২১

দাম: ৩০০ টাকা।

এই বইয়ে রাজনৈতিক ও সাম্প্রদায়িক পক্ষপাত এড়িয়ে লেখক তুলে এনেছেন মধ্যযুগের শাসকদের উত্থান-পতনের আখ্যান। বাঙালি পাঠক মধ্যযুগের বিখ্যাত শাসকদের চেনেন, কিন্তু পুরোপুরি জানেন না। এই বইতে উঠে এসেছে তাঁদের জীবনের অজানা নানা দিক, তাঁদের আকাঙ্ক্ষা, সাহস, বীরত্ব, দুর্ভাগ্য, এমনকি বিশ্বাসঘাতকতার গল্পও।