বইয়ের দুনিয়া

সোভিয়েত রাশিয়া ভাঙল কেন

বদরুল আলম খান

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: মার্চ ২০২১

দাম: ৪০০ টাকা।

এ বই কেবল রুশ জাতির ইতিহাস, সাহিত্য, রাজা–বাদশাহদের গল্প নয়; অক্টোবর বিপ্লবের খুঁটিনাটি, মধ্য এশীয় সাম্রাজ্য, সুগভীর সেই প্রান্তরে চেঙ্গিস খানের অশ্বারোহীর খুরের মাতলামি, তিন বালটিক কন্যার জীবনালেখ্য মিলিয়ে এক ব্যাপ্ত সময়ের প্রতিফলন। আরও রয়েছে রহস্যসমৃদ্ধ, দুর্জ্ঞেয় যে সোভিয়েত রাশিয়া, তার ভাঙনের কথকতা, নাটকীয়তায় ভরা উত্থান আর পতনের সিম্ফনি।

মুক্তিযুদ্ধের কথকতা ভুলে থাকা হবে অপরাধ

মুজাহিদুল ইসলাম সেলিম

প্রকাশক: আগামী প্রকাশনী, ঢাকা

প্রকাশকাল: মার্চ ২০২১

দাম: ৩০০ টাকা।

একাত্তরের সশস্ত্র মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টি, ন্যাপ, ছাত্র ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, কৃষক সমিতি প্রভৃতি বামপন্থী, র​্যাডিক্যাল, প্রগতিশীল শক্তির তাৎপর্যপূর্ণ অবদান ছিল। এটি ঘটনাক্রমের আকস্মিকতায় ঘটে যাওয়া কোনো ব্যাপার ছিল না। দশকের পর দশক ধরে পরিচালিত সচেতন, কষ্টসাধ্য ও আত্মত্যাগী মানুষের ভূমিকায় এসব বামপন্থী সংগঠন জাতীয় মুক্তির সংগ্রামকে সৃজন করেছে, প্রসারিত ও বেগবান করেছে। এ বইয়ে লেখা আছে সেই সংগ্রামের কথা।

আন্ডারগ্রাউন্ড

মাসরুর আরেফিন

প্রকাশক: কথাপ্রকাশ, ঢাকা

প্রকাশকাল: ২০২১

দাম: ৪০০ টাকা।

এই উপন্যাসে দুই বন্ধু হিসাব মেলাতে চাইছে শৈশবে বরিশালে ঘটে যাওয়া ভয়ংকর এক অন্যায়ের সঙ্গে পরের এক নৃশংস সাম্প্রদায়িক খুনের; আর নিঃস্ব হয়ে যাওয়া এক লোককে তারই স্বদেশি ধনী বড় ভাই সাহায্য করতে রাজি কেবল ওই নিঃস্ব মানুষটার স্ত্রীকে বিছানায় নিতে পারার শর্তেই। নানা ঘটনার ঘনঘটাই আন্ডারগ্রাউন্ড–এ মুখ্য হয়ে উঠেছে একগুচ্ছ প্রশ্ন—কারা চালায় এ পৃথিবী, কীভাবে তা চালায় তারা এবং কেন তা ওভাবেই চালায়?