বইয়ের দুনিয়া

অন্য কোনো কাননে

সৈয়দ শামসুল হক

প্রকাশক: ঐতিহ্য, ঢাকা

প্রকাশকাল: মার্চ ২০২২

দাম: ১২৫ টাকা

সৈয়দ শামসুল হক ছিলেন সব্যসাচী লেখক, অনুবাদক হিসেবেও খ্যাতিমান। তাঁর মৃত্যুর পর পাওয়া যায় তাঁর অনূদিত এই পাণ্ডুলিপি। ‘অন্য কোনো কাননে’ নামে এ বইতে তিনি ধ্রুপদি উর্দু কবিতার অনুবাদ করেছেন। কবিদের মধ্যে আছেন মোহাম্মদ ওয়ালি, মির্জা রফি সওদা, খাজা মির দর্দ, মির তকি মির, ইনশা আল্লাহ খান ইনশা, বাহাদুর শাহ জাফর, খাজা হয়দার আলী আতশ, আসাদুল্লাহ খান গালিব, মোমিন খান মোমিন ও নবাব মির্জা খান দাগ। সৈয়দ হকের মতো একজন কবির হাতে অনূদিত হওয়ার কারণে এই কবিতাগুলো নিছক অনুবাদ হয়ে থাকেনি, কাব্যিক অনুভবের সুবাসে অনুপম হয়ে উঠেছে।

নেপালি জিম্মিদের উদ্ধার অভিযান: মানুষখেকোদের সঙ্গে জঙ্গলজীবন

মোহাম্মদ এমদাদুল ইসলাম

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২

দাম: ৩২০ টাকা।

জাতিসংঘের শান্তিরক্ষী হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এমদাদুল ইসলাম কঙ্গোতে যান ২০০৫ সালে। সৌন্দর্যে ভরপুর এই কঙ্গো বছরের পর বছর নৃশংস গোত্রীয় হানাহানিতে মত্ত। মানুষখেকো লেন্দু জনগোষ্ঠীর গেরিলারা এক চোরাগোপ্তা হামলায় নেপালি শান্তিরক্ষী বাহিনীর এক সদস্যকে হত্যা এবং সাত সদস্যকে জিম্মি করে। জিম্মিদের উদ্ধার অভিযানে লেখক নিজেকে নিয়োজিত করেন এবং শান্তিরক্ষী বাহিনীর হয়ে জিম্মিদের উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন। সেই রুদ্ধশ্বাস কাহিনির অনুপুঙ্খ বয়ান, যেন এক বাস্তব থ্রিলার।

শেখ মুজিবের স্মৃতিকথা: নিবিড় পাঠ ও বিশ্লেষণ

মোরশেদ শফিউল হাসান

প্রকাশক: পাঠক সমাবেশ, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২

দাম: ৪৯৫ টাকা।


এই বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী,কারাগারের রোজনামচা আমার দেখা নয়াচীন বই তিনটিকে নিবিড়ভাবে বিশ্লেষণ করা হয়েছে। বঙ্গবন্ধুকে সঠিক ও সম্যকভাবে বোঝার জন্য তাঁর নিজের লেখা তিনটি বই পড়ার কোনো বিকল্প নেই। আমাদের অনেক ভুল বা খণ্ডিত ধারণা ও বিভ্রান্তি অপনোদনেও যা সাহায্য করবে। আলোচ্য বইটিতে বঙ্গবন্ধুকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার প্রয়াসও রয়েছে।