বের হলো ‘স্মৃতিতে অনুভবে আবুল হাসনাত’

‘স্মৃতিতে অনুভবে আবুল হাসনাত’ বইয়ের প্রচ্ছদ
ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রয়াত হয়েছেন দেশের খ্যাতিমান সাহিত্য সম্পাদক, চিত্রসমালোচক ও সংস্কৃতিকর্মী আবুল হাসনাত। ‘গণসাহিত্য’, ‘সংবাদ সাময়িকী’ এবং ‘কালি ও কলম’ মিলিয়ে সাহিত্য সম্পাদনার নিজস্ব এক ধারা তৈরি করেছিলেন তিনি। তবে এ তথ্য হয়তো অনেকেই জানেন না যে ‘মাহমুদ আল জামান’ নামে তিনি কবিতাও লিখতেন।

এমনই আরও অনেক অজানা তথ্য নিয়ে আন্তরিক রচনার এক সংকলন ‘স্মৃতিতে অনুভবে আবুল হাসনাত’। বইটি সম্পাদনা করেছেন তাঁরই বন্ধু মতিউর রহমান। প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্রথমা।

এ বইয়ে নানা জনের স্মৃতি ও অনুভবে উঠে এসেছে একাকী মানুষ আবুল হাসনাতের সংকট-সংগ্রাম আর স্বপ্ন। ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী থেকে আবুল হাসনাতের কন্যা দিঠি হাসনাত পর্যন্ত ১৯ জন কবি ও গদ্যকারের লেখায় ফুটে উঠেছে একান্ত আবুল হাসনাতের প্রতিকৃতি। এই বইয়ের আরেক বড় পাওয়া আবুল হাসনাতের নিজের কবিতা ও গদ্য।

সম্পাদক মতিউর রহমানের জন্ম ২ জানুয়ারি ১৯৪৬। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর। সাপ্তাহিক ‘একতা’ ও ‘ভোরের কাগজ’ পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। বর্তমানে ‘প্রথম আলো’র সম্পাদক। ‘বঙ্গবন্ধু: শ্রদ্ধায় ভাবনায় স্মৃতিতে’, ‘শতবর্ষে সুভাষ মুখোপাধ্যায়: বাংলাদেশের শ্রদ্ধাঞ্জলি’, ‘বাংলাদেশের নায়কেরা’

সম্পাদনাসহ যৌথভাবে লিখেছেন ‘চে: বন্দুকের পাশে কবিতা’, ‘শহীদ নূর হোসেন’ প্রভৃতি বই। ফিলিপাইনের ম্যানিলা থেকে ‘সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল যোগাযোগ’-এ ২০০৫ সালে পেয়েছেন র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার।

স্মৃতিতে অনুভবে আবুল হাসনাত’–এর প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। বইটির মূল্য ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করুন prothoma.com থেকে। এ ছাড়া সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।