যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বিচিত্র, বেদনাবিধুর গল্প

মঈনুস সুলতানের লেখা ‘কাবুলের ক্যারাভান সরাই’-এর প্রচ্ছদ করেছেন অশোক কর্মকার। বইটির মূল্য ৩৫০ টাকা। সম্প্রতি ভ্রমণকাহিনিটির ৭ম মুদ্রণ বাজারে এনেছে প্রথমা প্রকাশন।

‘কাবুলের ক্যারাভান সরাই’-এর প্রচ্ছদ
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলদারি কায়েম হলে সরেজমিনে পরিস্থিতি দেখতে কাবুল যান মঈনুস সুলতান। ২০০৩ থেকে ২০০৯—এই ৬ বছরে কয়েকবার আফগানিস্তান গেছেন তিনি। মিশেছেন কাবুলের বিভিন্ন জাতিগোষ্ঠী ও সংস্কৃতির মানুষের সঙ্গে, দেখেছেন তালেবান ও মার্কিন সাম্রাজ্যবাদী এই দুই পক্ষের সংঘর্ষের মাঝে পিষ্ট নিরীহ আফগানদের দুর্দশা। ভাগ্যাহত সেই সব মানুষের বিচিত্র আর বেদনাবিধুর গল্প নিয়েই ‘কাবুলের ক্যারাভান সরাই’। সম্প্রতি ভ্রমণকাহিনিটির ৭ম মুদ্রণ বাজারে এনেছে প্রথমা প্রকাশন।

তবে এ বই শুধু দুঃখ–দুর্দশার কাহিনি নয়, পাশাপাশি সহজাত সরস বর্ণনায় লেখক তুলে এনেছেন আফগানিস্তানের মানুষের জীবনের অতি সূক্ষ্ম সব ইতিহাস, মানবিক সব ঐতিহ্য।

মঈনুস সুলতান
ছবি: সংগৃহীত

যাকে বলে বিশ্বনাগরিক, মঈনুস সুলতান তা–ই। ১৯৫৬ সালের ১৭ এপ্রিল সিলেট জেলার ফুলবাড়ী গ্রামে তাঁর জন্ম। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস থেকে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে ডক্টরেট। গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন লাওস, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকোসহ নানা দেশে। লেখকের প্রাচীন মুদ্রা, সূচিশিল্প, পাণ্ডুলিপি, ফসিল ও পুরোনো মানচিত্র সংগ্রহের নেশা আছে।

কাবুলের ক্যারাভান সরাই’-এ লেখক তুলে এনেছেন আফগানিস্তানের মানুষের জীবনের অতি সূক্ষ্ম সব ইতিহাস, মানবিক সব ঐতিহ্য।

কাবুলের ক্যারাভান সরাই’–এর প্রচ্ছদ করেছেন অশোক কর্মকার। বইটির মূল্য ৩৫০ টাকা। পাওয়া যাচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটসহ উল্লেখযোগ্য সব বইয়ের দোকানে। ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করুন prothoma.com থেকে। এ ছাড়া সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।