আকাশের কত রং!

আকাশের কত রং!
আকাশের কত রং!

ভোরবেলা আকাশে খেলা করে লালচে আভা। দুপুরে সাদা আর নীলের খেলা। আবার মেঘ জমলেই হঠাৎ ঘুটঘুটে কালো। আকাশটা এত রং পায় কোথায় বলো তো! এই সন্ধ্যার আকাশ  এঁকেছে রাফিয়া। সে সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণিতে পড়ে।