ওরে বাবা!
১৫ জুন, আসছে বাবা দিবস৷ বাবাকে নিয়ে লিখে ফেলো গল্প, ছড়া—যা খুশি! বাবার কাছে লিখতে পারো চিঠি কিংবা আঁকতে পারো বাবার মজার একটা ছবি৷ লিখে–এঁকে ঝটপট পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়৷ লেখা পাঠানোর শেষ তারিখ ১০ জুন৷
খামের ওপর যা লিখবে:
গোল্লাছুট
প্রথম আলো৷ সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫৷
অথবা ইমেইল করতে পারো এই ঠিকানায়: [email protected]