প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা

আগামী ৪ নভেম্বর ২০২১ প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রথম আলোর খুদে পাঠকেরা তৈরি হও, তোমাদের জন্য থাকছে ছবি আঁকা প্রতিযোগিতা—আমার বাংলাদেশ। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে সব মিলিয়ে ৩ লাখ টাকার পুরস্কার। এখানে জেনে নাও প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়মগুলো...

প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম

ছবি আঁকার বিষয়: বাংলাদেশ নিয়ে যেকোনো কিছু।

বয়স ও বিভাগ : ৩–৯ বছর (ক বিভাগ), ১০–১৬ বছর (খ বিভাগ)।

আঁকার মাধ্যম : সর্বোচ্চ ১১ x ১৬ ইঞ্চি কাগজে ছবি আঁকতে পারো যেকোনো মাধ্যমে।

আঁকা ছবি জমা দেওয়ার শেষ সময় : ৩০ অক্টোবর ২০২১।

আঁকা ছবি পাঠানোর ঠিকানা:

আমার বাংলাদেশ

প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।

(আঁকা ছবির সঙ্গে প্রতিযোগীর পুরো নাম, শ্রেণি, স্কুলের নাম, ঠিকানা, এক কপি ছবি ও অভিভাবকের মুঠোফোন নম্বর পাঠাতে হবে)

বিজয়ীদের জন্য যে পুরস্কার থাকছে

প্রতি বিভাগের জন্য থাকছে—

প্রথম পুরস্কার: ৫০ হাজার টাকার বই

দ্বিতীয় পুরস্কার: ৩০ হাজার টাকার বই

তৃতীয় পুরস্কার: ২০ হাজার টাকার বই

এ ছাড়া থাকছে আরও বিশেষ পুরস্কার। সেরা ২০ আঁকিয়েই পাবে বই, ছবি আঁকার সরঞ্জাম ও সনদ।

সব মিলিয়ে থাকছে ৩ লাখ টাকার পুরস্কার!