শঙ্খ ঘোষের দুটি ছড়া

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

ওজন

ওজন আমার একটু কম—

খ্যাংরা কাঠি আলুর দম।

তাই বলে কি অল্প দম?

সমস্ত দিন বক্‌বকম।

বিশ্বাস

সব সময় কি ভালোই বলবে লোকে?

মন্দ কথাও শুনতে হবে কিছু।

তাই বলে কি ভেঙে পড়বে শোকে?

তাতেই এমন মাথা করবে নিচু?

এও প্রকৃতির জোয়ার–ভাটার মতো

যাওয়া–আসার ছন্দ মেনেই চলে—

রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত

ভোর ধুয়ে দেয় সবটা শিশিরজলে।

তোর মুখটাও যদি এমন কাতর—

আমার জীবন শূন্য লাগে তবে!

আয় তো দেখি অবিশ্বাসের পাথর

সরিয়ে দুজন বাঁচি সগৌরবে!

(‘ওজন’ ছড়াটি আমন যাবে লাট্টু পাহাড় বই থেকে নেওয়া, ‘বিশ্বাস’ ছড়াটি প্রকাশিত হয়েছিল আনন্দমেলা পত্রিকায়)